আজকাল ওয়েবডেস্ক: বন্ধু ও পরিবারের সঙ্গে নতুন বছর উদ্‌যাপন করলেন ভারতীয় ক্রিকেটের সুপারস্টার বিরাট কোহলি ও তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা। নতুন বছর উদযাপনের মুহূর্তের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে অনুষ্কার পাশাপাশি কোহলির দাদা বিকাশ এবং ঘনিষ্ঠ বন্ধুদেরও দেখা গিয়েছে।

নতুন বছরের প্রথম সোশ্যাল মিডিয়া পোস্ট হিসেবে অনুষ্কার সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন কোহলি। ছবির ক্যাপশনে তিনি শুধু একটি ইমোজি ব্যবহার করেন। পোস্ট করার তিন ঘণ্টার মধ্যেই সেই ছবিতে পাঁচ মিলিয়নের বেশি লাইক পড়ে। এর আগে, ২০২৫ সালের শেষ দিনে কোহলি ইনস্টাগ্রামে যে পোস্টটি করেছিলেন, তাতেও ছিল বিশেষ বার্তা।

সেখানে তিনি লিখেছিলেন, “Stepping into 2026 with the light of my life @anushkasharma।” সেই পোস্টেও এক ঘণ্টার মধ্যে প্রায় ৪ মিলিয়ন লাইক পড়ে। বর্তমানে ক্রিকেট থেকে বিরতি নিয়ে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাচ্ছেন কোহলি। এরপরই তিনি ফের মাঠে নামবেন বিজয় হাজারে ট্রফি এবং ভারত–নিউজিল্যান্ড একদিনের সিরিজে।

?igsh=cHNpcDh2MHFqaTQ=

এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে এক ঐতিহাসিক নজিরের খুব কাছাকাছি রয়েছেন ভারতীয় তারকা। আন্তর্জাতিক ক্রিকেটে ২৮,০০০ রান পূর্ণ করতে কোহলির দরকার মাত্র ২৫ রান। সেক্ষেত্রে, শচীনের থেকেও আগে এই মাইলফলক ছুঁয়ে ফেলবেন তিনি। আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ।

সেই সিরিজেই কোহলির এই রেকর্ড গড়ার সম্ভাবনা প্রবল। এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ২৭,৯৭৫ রান করেছেন তিনি, খেলেছেন মাত্র ৬২৩ ইনিংস। তুলনায় শচীন তেণ্ডুলকর ২৮,০০০ রান ছুঁয়েছিলেন ৬৪৪ ইনিংসে এবং শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারা করেছিলেন ৬৬৬ ইনিংসে। ফলে শচীনের রেকর্ড ভাঙার দারুণ সুযোগ রয়েছে কোহলির সামনে।

এই কৃতিত্ব অর্জন করলে তিনি শচীন ও সাঙ্গাকারার পর তৃতীয় ব্যাটার হিসেবে এই তালিকায় নাম লেখাবেন। সম্প্রতি দিল্লির হয়ে খেলেও দুর্দান্ত ফর্মে ছিলেন কোহলি। প্রথম দুই ম্যাচে যথাক্রমে ১৩১ ও ৭৭ রান করেন তিনি। সেই সঙ্গে লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৬,০০০ রান পূর্ণ করে দ্রুততম ব্যাটার হওয়ার নজিরও গড়েন।

মাত্র ৩৩০ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করে তিনি ছাপিয়ে যান শচীন তেণ্ডুলকরকে, যিনি এই রানে পৌঁছেছিলেন ৩৯১ ইনিংসে। এদিকে, বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, নিউজিল্যান্ড সিরিজের জন্য ভারতীয় ওডিআই দল ৮ জানুয়ারির মধ্যে ভদোদরায় পৌঁছে অনুশীলন শুরু করবে। তবে বিরাট কোহলি সম্ভবত এক দিন আগেই সেখানে পৌঁছে অনুশীলন শুরু করতে পারেন। ভদোদরাতেই ১১ জানুয়ারি থেকে শুরু হবে তিন ম্যাচের ওডিআই সিরিজ।