আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে ছুটিতে আছেন বিরাট কোহলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজের পর পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। প্রায় দু'দশক ধরে ভারতীয় ক্রিকেটে রাজ চালাচ্ছেন কোহলি। ভারতের অন্যতম সেরা ব্যাটার ধরা হয় তাঁকে। ২০০৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে শুরু। আর পেছন ফিরে তাকাতে হয়নি। তাঁরই মতো জুনিয়রদের বিশ্বকাপ থেকে উঠে এসেছেন শুভমন গিল। ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে প্রচারে আসেন তিনি। অনেকেই মনে করছেন, ভারতীয় ক্রিকেটে কোহলির জায়গা নেবেন গিল। হঠাৎ একটি ভুয়ো ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। যেখানে শুভমনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করতে শোনা যায় বিরাটকে। সেই ভিডিওতে কোহলিকে বলতে শোনা যায়, প্রতিভা থাকার সঙ্গে কিংবদন্তি হয়ে ওঠার পার্থক্য রয়েছে। নিজেকে শচীন তেন্ডুলকারের সঙ্গেও তুলনা করেন বিরাট। ভিডিওতে কোহলিকে দেখা যাচ্ছে। সেখানে যে মন্তব্যগুলো করা হয়েছে, তার সঙ্গে কোহলির লিপ সিঙ্ক করা হয়েছে। সবটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ 'এআই'য়ের মাধ্যমে করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও। প্রথমে দেখে মনে হবে, সত্যি বোধহয় শুভমনকে নিয়ে এমন মন্তব্য করেছেন বিরাট। পরে জানা যায় এটা ভুয়ো ভিডিও। তারপর থেকেই নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করছে। 'এআই'কে মারাত্মক আখ্যা দেয় অধিকাংশ ইন্টারনেট ব্যবহারকারী। এই বিষয়ে অবশ্য দুই তারকার মধ্যে কেউই এখনও মুখ খোলেনি। প্রসঙ্গত, এদিন আইসিসি টেস্ট ব়্যাঙ্কিং প্রকাশিত হয়। ব়্যাঙ্কিংয়ে এগিয়েছেন বিরাট কোহলি। দু'ধাপ এগিয়ে আট নম্বরে উঠে আসেন তারকা ক্রিকেটার। অন্যদিকে একধাপ নীচে নেমে ছয় নম্বরে রয়েছেন রোহিত শর্মা।
