আজকাল ওয়েবডেস্ক: রেলওয়েজের বিরুদ্ধে আসন্ন রঞ্জি ম্যাচে নামার কথা রয়েছে বিরাট কোহলির। মঙ্গলবার থেকে দিল্লির হয়ে অরুণ জেটলি স্টেডিয়ামে অনুশীলনেও যোগ দিয়েছেন কোহলি। জানা গিয়েছে, রেলওয়েজের বিরুদ্ধে ম্যাচে নেতৃত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বিরাট কোহলিকে। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বিরাট। জাতীয় দলের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থও এই ম্যাচে স্কোয়াডে না থাকায় দিল্লির অধিনায়কত্বের দায়িত্ব পড়েছে আয়ুশ বাদোনির কাঁধে। আইপিএলে লখনউ সুপারজায়েন্টসের হয়ে খেলেন এই ব্যাটার। দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের একজন কর্মকর্তা জানিয়েছেন, ‘পন্থ গত সেপ্টেম্বর থেকে দলীপ ট্রফি সহ একাধিক প্রথম-শ্রেণির ক্রিকেট ম্যাচ খেলেছেন।

 

গত সাড়ে তিন মাসে ১২টি প্রথম-শ্রেণির ম্যাচ অংশ নিয়েছেন তিনি। কিন্তু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ইংল্যান্ড সিরিজ থাকায় তাঁকে বিশ্রাম দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যাতে সাদা বলের মরশুমের জন্য প্রস্তুত থাকতে পারেন’। উল্লেখ্য, কোহলি শেষবার দিল্লির হয়ে ঘরোয়া লাল বলের প্রতিযোগিতায় খেলেছিলেন ২০১২ সালে উত্তরপ্রদেশের বিরুদ্ধে। ডিডিসিএ-এর সেক্রেটারি অশোক শর্মা জানিয়েছেন, ‘তরুণ ক্রিকেটারদের জন্য বিরাটের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করা বড় অভিজ্ঞতা। আমাদের দলে শুধু নভদীপ সাইনি বিরাটের সঙ্গে দিল্লির বাইরে খেলেছে। রঞ্জি ট্রফিতে দলের অন্য কেউ বিরাটের সঙ্গে কখনও খেলেনি’। 

 

নিরাপত্তার বিষয়েও মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন, ‘বিরাটের উপস্থিতি ম্যাচের গুরুত্ব বাড়িয়ে দেয়। সাধারণত, এই ধরনের রঞ্জি ম্যাচের জন্য ১০-১২ জন বেসরকারি নিরাপত্তাকর্মী থাকে। তবে এই ম্যাচের জন্য নিরাপত্তা বাড়ানো হবে। উল্লেখ্য, মঙ্গলবার সকালে অরুণ জেটলি স্টেডিয়ামে পৌঁছে কোহলি সতীর্থদের সঙ্গে একাধিক গ্রুপ স্প্রিন্ট এবং ফিল্ডিং ড্রিলসে অংশ নেন। এমনকি ফুটবল, বিভিন্ন ছোটখাটো খেলাতেও মেতে ওঠেন তিনি। রঞ্জিতে কোহলির উপস্থিতিতে ভারতীয় ক্রিকেট মহলে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।