আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বহু চর্চিত তিন ম্যাচের সিরিজ শেষ। প্রথম দুই ম্যাচে শূন্য করলেও, শেষ ম্যাচে রানে ফেরেন বিরাট কোহলি। অন্যদিকে দুর্দান্ত ফর্মে ছিলেন রোহিত শর্মা। প্রথম একদিনের ম্যাচে রান পাননি। কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে অর্ধশতরান এবং শতরান করেন। সমালোচকদের মুখ বন্ধ করে দেন হিটম্যান। কিন্তু সিরিজ শেষ হতেই আবার যে কে সেই! আবার একদিনের ক্রিকেটে রো-কোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দুই তারকার জন্য নতুন নির্দেশিকা বিসিসিআইয়ের। দু'জনকেই ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ দেওয়া হয়েছে। জাতীয় দলের হয়ে খেলার জন্য শেষপর্যন্ত হয়তো এই পদক্ষেপ নিতেই হবে বিরাট এবং রোহিতকে। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান পেলেও তাঁদের ম্যাচ ফিটনেস নিয়ে প্রশ্ন উঠছে। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ রয়েছে। তার আগে দুই মহাতারকার বিজয় হাজারে ট্রফিতে খেলার প্রসঙ্গ উঠছে। একটি সর্বভারতীয় সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, বিজয় হাজারে ট্রফিতে খেলার বিষয়ে এমসিএকে সম্মতি জানিয়েছেন রোহিত। কিন্তু ঘরোয়া একদিনের টুর্নামেন্ট খেলার বিষয়ে এখনও কোনও কিছু জানাননি কোহলি। বোর্ডের এক সূত্র জানান, 'বোর্ড এবং টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে দু'জনকেই জানিয়ে দেওয়া হয়েছে, ভারতীয় দলে খেলতে হলে ঘরোয়া টুর্নামেন্টে অংশ নিতে হবে। কারণ দুটো ফরম্যাট থেকেই অবসর নিয়েছে দু'জন। ম্যাচ ফিট থাকতে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে।' বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যর্থতার পর এমনই নির্দেশিকা জারি করেছিল বোর্ড। তারপর রঞ্জিতে ফেরেন দুই তারকা। দু'জনেই একটি করে ম্যাচ খেলে। 

রোহিতের মনোভাব অনুযায়ী, মনে করা হচ্ছে বিজয় হাজারে ট্রফি ছাড়াও সৈয়দ মুস্তাক আলি টি-২০ তে খেলার সম্ভাবনা রয়েছে। ২৬ নভেম্বর থেকে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা। কয়েকদিন আগে জাতীয় দলের ক্রিকেটারদের ঘরোয়া টুর্নামেন্টে খেলার কথা বলেন বোর্ডের প্রধান নির্বাচক অজিত আগরকর। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর অস্ট্রেলিয়া সিরিজে প্রথমবার বাইশ গজে ফেরেন বিরাট এবং রোহিত। প্রত্যাবর্তনেই সিরিজ সেরা হন রোহিত। শেষ ম্যাচে ৭৪ রান করেন কোহলি। আবার নতুন চ্যালেঞ্জের মুখোমুখি ভারতীয় ক্রিকেটের দুই মহানায়ক।