চীনের দক্ষিণাঞ্চলে গুয়াংডং প্রদেশের ফোশান শহরের একটি সিনিয়র হাই স্কুলে নোরোভাইরাসে আক্রান্ত মোট ১০৩ জন পড়ুয়া। তবে শনিবার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্তদের কারও অবস্থা গুরুতর নয় এবং কোনও মৃত্যুর খবরও পাওয়া যায়নি।
2
8
জানা গিয়েছে, আক্রান্ত পড়ুয়ারা ফোশানের জিংহুই মিডল স্কুলের ছাত্রছাত্রী। তাদের মধ্যে বমি ও ডাইরিয়ার মতো উপসর্গ দেখা দেয়। প্রাথমিক পরীক্ষায় এই অসুস্থতার কারণ হিসেবে নোরোভাইরাস সংক্রমণই চিহ্নিত হয়েছে।
3
8
স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, আক্রান্ত ১০৩ জন পড়ুয়ার অবস্থাই বর্তমানে স্থিতিশীল। স্কুল চত্বর সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত করা হয়েছে। পাশাপাশি পড়ুয়াদের স্বাস্থ্যের দিকে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। ঘটনার উৎস খতিয়ে দেখতে তদন্তও শুরু হয়েছে।
4
8
গুয়াংডং প্রদেশের রোগ নিয়ন্ত্রণ দপ্তরের তথ্য অনুযায়ী, প্রতি বছর অক্টোবর থেকে পরবর্তী বছরের মার্চ পর্যন্ত এই এলাকায় নোরোভাইরাস সংক্রমণের মরশুম থাকে। সংবাদ সংস্থা সিনহুয়া এই খবর প্রকাশ্যে এনেছে।
5
8
নোরোভাইরাস একটি অত্যন্ত সংক্রামক ভাইরাস বলে জানা গিয়েছে। যা তীব্র গ্যাস্ট্রোএন্টেরাইটিসের কারণ হয়ে থাকে। সাধারণত এই ভাইরাসে আক্রান্ত হলে উপসর্গ হিসেবে হঠাৎ বমি, ডাইরিয়া, পেটব্যথা দেখা যায়। শীতপ্রধান দেশগুলিতে এই ভাইরাসের প্রাদুর্ভাব বেশি লক্ষ্য করা যায়।
6
8
যুক্তরাষ্ট্রে খাদ্যজনিত অসুস্থতার প্রধান কারণ হিসেবেও নোরোভাইরাসকে চিহ্নিত করা হয়েছে। পরিসংখ্যান বলছে, বিশ্বজুড়ে প্রতি বছর আনুমানিক ৬৮৫ মিলিয়ন মানুষ নোরোভাইরাসে আক্রান্ত হন। এর মধ্যে পাঁচ বছরের কম বয়সি শিশুদের আক্রান্তের সংখ্যা প্রায় ২০০ মিলিয়ন।
7
8
বিশেষজ্ঞদের মতে, নোরোভাইরাস সংক্রমণের ফলে প্রতি বছর প্রায় দু’লক্ষ মানুষের মৃত্যু হয়, যার মধ্যে প্রায় ৫০ হাজার শিশু। নোরোভাইরাসের প্রথম প্রাদুর্ভাব ধরা পড়ে ১৯৬৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ওহায়ো রাজ্যের নরওয়াক শহরের একটি স্কুলে।
8
8
সেই কারণেই ভাইরাসটির প্রথম নামকরণ হয়েছিল ‘নরওয়াক ভাইরাস’। অনেকে নোরোভাইরাসজনিত গ্যাস্ট্রোএন্টেরাইটিসকে ‘স্টমাক ফ্লু’ বলে থাকলেও এটি ইনফ্লুয়েঞ্জা নয়। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস শ্বাসযন্ত্রে সংক্রমণ ঘটায়, আর নোরোভাইরাস আক্রমণ করে পাচনতন্ত্রে।