আজকাল ওয়েবডেস্ক: আরও একটি মাইলস্টোন ছোঁয়ার হাতছানি বিরাট কোহলির সামনে। অস্ট্রেলিয়ার মাটিতে আরও একটি রেকর্ডের দোরগোড়ায় দাঁড়িয়ে তারকা ক্রিকেটার। আর মাত্র ২৫ রান করলেই ডন ব্র্যাডম্যানের দেশে ১৫০০ টেস্ট রান সম্পূর্ণ করে ফেলবেন কোহলি। শচীন তেন্ডুলকরের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এই নজির গড়বেন বিরাট। বর্তমানে অস্ট্রেলিয়ায় কোহলির রান ১৪৭৫। দেড় হাজার রানের থেকে আর মাত্র কয়েকটা রান দূরে। সর্বোচ্চ রান মাস্টার ব্লাস্টারের। তাঁর রান ১৮০৯। শচীনকে টপকাতে আরও ৩৩৪ রান করতে হবে কোহলিকে। এই মুহূর্তে যা কঠিন। অস্ট্রেলিয়ায় সাতটি শতরান রয়েছে বিরাটের। তাঁর আগে আছেন জ্যাক হবস। তাঁর শতরানের সংখ্যা ৯। অস্ট্রেলিয়ায় কোহলির গড় ৫২.৬৭। সর্বোচ্চ রান ১৬৯। 

গাব্বায় তৃতীয় টেস্টে কোহলি এবং রোহিতের জন্য বড় চ্যালেঞ্জ। চলতি মরশুমে প্রথম ইনিংসে গড় ভাল না বিরাটের। তবে পারথে দ্বিতীয় ইনিংসের শতরান তাঁকে কিছুটা হলেও চাপমুক্ত করেছে। কিন্তু নিজের হারিয়ে যাওয়া মনোবল ফিরে পেতে রোহিতকে বড় রান করতেই হবে। ব্রিসবেন টেস্ট বর্ডার-গাভাসকর ট্রফির ভাগ্য গড়ে দিতে পারে। একই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ছাড়পত্র সংগ্রহের জন্য গুরুত্বপূর্ণ। ২০২২ জুলাইয়ের পর ব্যাক টু ব্যাক টেস্ট হারেনি ভারতীয় দল। এবারও সেটা এড়াতে চাইবে। 

অস্ট্রেলিয়ার ব্যাটিং দুর্বলতা কাজে লাগাতে চাইবে ভারত। ট্রাভিস হেড পারফর্ম করতে না পারলে, অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে ধস নামতে পারে। ভারতের চিন্তা নিজেদের প্রথম ইনিংসের ব্যাটিং। গত এক বছরে হোম অ্যাওয়ে মিলিয়ে ছ'বার ১৫০ রানের নীচে আউট হয় টিম ইন্ডিয়া। ব্রিসবেন টেস্টের রেজাল্ট সিরিজের জন্য গুরুত্বপূর্ণ হবে। গাব্বার পিচ ব্যাটারদের জন্য চ্যালেঞ্জিং। উইকেটে পেস এবং বাউন্স বেশি। পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে দুটো দল কীভাবে মানিয়ে নেয়, সেটাই দেখার। দুই অধিনায়ক রোহিত শর্মা এবং প্যাট কামিন্সের অগ্নিপরীক্ষা। দুই নেতার দল পরিচালনার ওপরও অনেকটাই নির্ভর করবে গাব্বার ভাগ্য।