আজকাল ওয়েবডেস্ক: অ্যাডিলেড ওভালে বর্ডার গাভাসকার ট্রফির দ্বিতীয় টেস্টে ব্যর্থতার মুখে দাঁড়িয়েছেন ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলি। চলমান গাভাসকার ট্রফির ডে-নাইট টেস্টে কোহলি দুই ইনিংস মিলিয়ে মাত্র ৭ এবং ১১ রান করেন। অথচ প্রথম টেস্টে পারথে অপরাজিত সেঞ্চুরি করে তিনি নজর কেড়েছিলেন। ভক্তদের আশা ছিল অবশেষে ফর্ম ফিরে পেয়েছেন বিরাট। তবে দ্বিতীয় টেস্টে ১০ উইকেটে হারের পর বিরাট কোহলির জন্য কিছু মূল্যবান পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটকিপার ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট।
তাঁর মতে, কোহলির ব্যাটিংয়ে ধৈর্য বাড়ানো প্রয়োজন। তিনি বলেন, ‘সবচেয়ে বড় লড়াইটা আসলে বোলারের স্কিল বা প্রতিপক্ষের দক্ষতার সঙ্গে নয়। এটা মাথার ভেতর নিজেকে ধরে রাখার লড়াই। মনে রাখতে হবে অফ স্টাম্পের বাইরের বলে কোনওভাবেই ব্যাট বাড়ানো যাবে না। তিনি টেনে এনেছেন ২০০৪ সালের সচিন তেন্ডুলকারের প্রসঙ্গও। তিনি বলেন, ‘সচিন একবার ঠিক করেছিলেন যে, অফ স্টাম্পের বাইরে কোনও বল তাড়া করবেন না। বল যেন তাঁর কাছে আসে। এরকমই ধৈর্যের ইনিংস খেলেছিলেন তিনি। কোহলিরও একই পদ্ধতি গ্রহণ করা উচিত বিরাটের’। বর্ডার-গাভাসকার ট্রফিতে ভারত এবং অস্ট্রেলিয়া উভয়ের মধ্যেই উত্তেজনা তুঙ্গে। তৃতীয় টেস্টে কোহলি ঘুরে দাঁড়ান কিনা সেটাই এখন দেখার অপেক্ষা।
