আজকাল ওয়েবডেস্ক:‌ দেখতে দেখতে ১৭ বছর হয়ে গেল। আন্তর্জাতিক ক্রিকেট খেলে চলেছেন বিরাট কোহলি। তিন ধরনের ক্রিকেট মিলিয়ে ১৫টি দেশের বিরুদ্ধে খেলছেন। ২০০৮ সাল থেকে খেলছেন আইপিএলও। বিশ্বের প্রথম সারির প্রায় সব বোলারের বিরুদ্ধে ব্যাট করেছেন। তাঁদের মধ্যে থেকে কঠিনতম বোলারকে বেছে নিয়েছেন বিরাট কোহলি। 


মুরলিথরন, ব্রেট লি, শোয়েব আখতার, ট্রেন্ট বোল্ট, ডেল স্টেন, প্যাট কামিন্স, জেমস অ্যান্ডারসনের মতো বোলারকে সামলাতে হয়েছে কিং কোহলিকে। অথচ তাঁদের কাউকেই কঠিনতম বোলারের মর্যাদা দেননি কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ওয়েবসাইটে কোহলিকে প্রশ্ন করা হলে তিনি বেছে নিয়েছেন তাঁর সতীর্থকেই। বলেছেন, ‘‌কোনও সন্দেহ নেই তিন ধরনের ক্রিকেট মিলিয়ে জসপ্রীত বুমরা বিশ্বের সেরা বোলার। আইপিএলে বুমরা আমাকে বেশ কয়েক বার আউট করেছে। ওর বিরুদ্ধে সাফল্যও পেয়েছি। তবে যত বারই ওর বিরুদ্ধে ব্যাট করেছি, মনে হয়েছে ব্যাপারটা বেশ মজার হবে। কারণ নেটেও আমরা সাধারণত পরস্পরের মুখোমুখি হই না।’ কোহলি এরপর যোগ করেছেন, ‘নেটে মুখোমুখি হলেও মনে হয় যেন ম্যাচ খেলছি। তীব্র লড়াই হয়। ওর প্রতিটা বলই মারার চেষ্টা করি। আবার বুমরা চেষ্টা করে প্রতিটা বলে আমাকে আউট করতে। সব সময় নিজের সেরাটা দিয়ে বল করে বুমরা।’‌ 
প্রসঙ্গত, ২০১৩ সালে কোহলির বেঙ্গালুরুর বিরুদ্ধে আইপিএলের প্রথম ম্যাচ খেলেন বুমরা।