আজকাল ওয়েবডেস্ক: রাঁচিতে শতরান করেছিলেন। রায়পুরেও দুর্দান্ত খেলেছেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে। এদিকে, রাঁচিতে শতরানের সুবাদে আইসিসি র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় চার নম্বরে চলে এলেন বিরাট কোহলি।
রাঁচিতে একদিনের আন্তর্জাতিকে ৫২ তম শতরান করেছেন কোহলি। সেই সুবাদে ব্যাটারদের তালিকায় শুভমান গিলকে টপকে চারে উঠে এলেন কোহলি। শীর্ষে থাকা রোহিতের থেকে মাত্র ৩২ রেটিং পয়েন্ট পিছনে রয়েছেন কোহলি।
ব্যাটারদের তালিকায় ৭৮৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছেন বিরাট। রাঁচিতে অর্ধশতরান করেছিলেন রোহিত। তবে রায়পুরে তিনি রান পাননি। রোহিত, কোহলি, গিল ছাড়া ব্যাটারদের তালিকায় প্রথম দশে আর আছেন শুধু শ্রেয়স আয়ার।
একধাপ এগিয়ে বিরাট রয়েছেন চতুর্থ স্থানে। কোহলির রেটিং ৭৫১। চার থেকে পাঁচে নেমে গিয়েছেন শুভমান গিল। তাঁর রেটিং ৭৩৮। ৬৯৩ রেটিং নিয়ে শ্রেয়স আছেন নয় নম্বরে। দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। তাঁর রেটিং ৭৬৬। তৃতীয় স্থানে আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। তাঁর রেটিং ৭৬৪। দু’জনেরই অবস্থানের কোনও পরিবর্তন হয়নি।
রাঁচিতে ১৩৫ করেছিলেন বিরাট। রোহিত করেছিলেন ৫৭। রোহিত শীর্ষস্থান ধরে রেখেছেন। আবার কোহলি র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। আর এতে চাপ বেড়েছে গম্ভীরের উপর। তিনি যেভাবে দুই সিনিয়রকে দল থেকে ‘ছাঁটার’ পরিকল্পনা করছেন, তার জবাব ব্যাটেই দিচ্ছেন দুই সিনিয়র ক্রিকেটার।
