আজকাল ওয়েবডেস্ক:‌ নতুন বছরে নতুন পরীক্ষায় বিরাট কোহলি। রবিবার থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ। প্রথম ম্যাচ ভদোদরায়। শুক্রবার অনুশীলনে নেমেছিল টিম ইন্ডিয়া। অনুশীলনে বেশ খুনসুটি করছিলেন বিরাট। কখনও যশস্বী জয়সোয়াল তো কখনও অর্শদীপ সিং। কোহলির খুনসুটির হাত থেকে রেহাই পাননি কেউ। অনুশীলনে যেভাবে অর্শদীপকে নকল করে দেখালেন, তাতে হেসে গড়িয়ে পড়ছেন নেটিজেনরা। অনেকে তো বলেই ফেলেছেন, ‘কে বলবে কোহলির বয়স ৩৮! একেবারে ছোটদের মতো মজা করছেন।’‌


টিম ইন্ডিয়ার অনুশীলনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। নিজের মনে দৌড়চ্ছিলেন কোহলি। হঠাৎ দেখেন, উল্টোদিক থেকে অর্শদীপ দৌড়ে আসছেন। সঙ্গে সঙ্গে অর্শদীপের মতো করে দৌড়নো শুরু করেন। রীতিমতো হাত ছড়িয়ে, কাঁধ বেঁকিয়ে অর্শদীপের নকল করেন তিনি। যা দেখে হাসি থামছিল না রোহিত শর্মার। হাসির রোল নেটপাড়াতেও। কেউ বলছেন, ‘দিল তো বাচ্চা হ্যায় জি।’ অনেকে আবার কিছুটা অবাক হয়েই বলছেন, ‘কে বলবে এই লোকটা দুই সন্তানের বাবা!’


এটা ঘটনা, কোহলি এরকম মজা আগেও করেছেন। শুভমান গিল, যশস্বী জয়সোয়ালরা কেউ রেহাই পান না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত ছন্দে দেখা গিয়েছিল বিরাট কোহলিকে। দুটি শতরান করেছিলেন। ৩০২ রান করেছিলেন তিনি প্রোটিয়াদের বিরুদ্ধে। এরপর বিজয় হাজারেতে দুটি ম্যাচেই রান পেয়েছেন। তার একটা শতরান।


এদিকে, ভদোদরায় বিরাট কোহলি, যশস্বী জয়সোয়ালরা আগেই চলে এসেছিলেন। বিরাট আগের দিন নেটে প্র্যাকটিসও করেছিলেন। সেখানে যশস্বীদের ভুলত্রুটি শুধরে দেন কোহলি। 

এদিকে, ভদোদরায় টিম ইন্ডিয়ার অনুশীলনে ভাইরাল কোহলির একটি ছবি। মুখে চওড়া হাসি, সামনে কয়েকজন খুদে ভক্ত। তার মধ্যে একজনের মুখের আদল ঠিক বিরাটের মতো। যেন তাঁর যমজ। বিরাটের সঙ্গে সেই খুদে ভক্তর মিষ্টি মুহূর্তের ছবি ইতিমধ্যে ভাইরাল।


শুক্রবার টিম ইন্ডিয়ার অনুশীলনের ফাঁকেই খুদে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ কোহলির। ব্যাটে অটোগ্রাফ পেয়ে আহ্লাদে আটখানা অনেক ভক্ত। এর মধ্যে নজর পড়েছে এক খুদে ভক্তর উপর। পরনে ভারতের জার্সি। তাঁর ছোট্ট ব্যাটে সই করে দেন কোহলি। আর সেই খুদের সঙ্গে অনেকে কোহলির ছোটবেলার ছবির মিল পাচ্ছেন অনেকে। অনেকে সেই মিল দেখিয়ে ছবি শেয়ার করছেন। এমনকী আইপিএলের দল লখনউ সুপার জায়ান্টসও দু’জনের ছবি শেয়ার করেছে। তবে কোহলির ‘যমজ’ খুঁজে পাওয়া নতুন কিছু নয়। এর আগেও কোহলির মতো দেখতে অনেককে আবিষ্কার করা গিয়েছে। এমনকী বাংলাদেশেও কোহলির এক ‘যমজ’ ভক্ত রয়েছে।