আজকাল ওয়েবডেস্ক: বিজয় হাজারে ট্রফির আগে কঠোর অনুশীলনে বিরাট কোহলি। রোহিত এবং কোহলির লক্ষ্য ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ খেলা।
তার আগে দুই তারকা মন দিয়েছেন ঘরোয়া ক্রিকেটে। বর্তমানে ভারতের প্রাক্তন অধিনায়ক আলিবাগে অনুশীলন করছেন। সেখানে নেট বোলারদের সঙ্গে ছবি তুলে ও অটোগ্রাফ দিয়ে তাঁদের দিনটা স্পেশাল করে তুললেন তিনি। মুম্বইয়ের দক্ষিণে অবস্থিত উপকূলবর্তী এই শহরেই বর্তমানে অনুশীলন করছেন কোহলি।
ঝাড়খণ্ডের উদীয়মান ফাস্ট বোলার ঋত্বিক পাঠক একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে কোহলিকে তাঁর আইফোনের পিছনে সই করতে দেখা যাচ্ছে।
পাশাপাশি তিনি একটি সই করা ক্রিকেট বলের ছবিও পোস্ট করেছেন। ইনস্টাগ্রামে শেয়ার করা ওই ভিডিওতে দেখা যায়, নেট বোলার যখন ফোনের ব্যাক ক্যামেরায় মুহূর্তটি রেকর্ড করছেন, তখন কোহলি সেই ফোনেই অটোগ্রাফ দিচ্ছেন।
ভিডিওর ক্যাপশনে পাঠক লেখেন, ‘ফোনটা হয়তো চিরকাল থাকবে না, কিন্তু ভিডিওটা থেকে যাবে।’ এই পোস্ট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে।
শুধু তাই নয়, আলিবাগে যাঁরা তাঁকে ব্যাটিং অনুশীলনে সাহায্য করেছেন, সেই নেট বোলারদের সঙ্গেও ছবি তোলেন কোহলি। অন্য পোস্টে পাঠক লেখেন, ‘জীবনে একবারই এমন অভিজ্ঞতা হয়। বিরাট কোহলিকে তিন দিন ধরে বোলিং করা এক অনন্য অভিজ্ঞতা। যে সুযোগগুলো আসে, তার জন্য কৃতজ্ঞ।’
আসন্ন বিজয় হাজারে ট্রফির আগে আলিবাগেই অনুশীলন করছেন কোহলি। ৩৬ বছর বয়সি এই তারকাকে দিল্লির স্কোয়াডে রাখা হয়েছে দেশের অন্যতম প্রধান ঘরোয়া ৫০ ওভারের প্রতিযোগিতার জন্য, যা শুরু হবে ২৪ ডিসেম্বর। কোহলি বেঙ্গালুরুতে বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে দিল্লির হয়ে অন্তত দুটি ম্যাচ খেলতে পারেন বলে আশা করা হচ্ছে।
যদিও দিল্লি ও জেলা ক্রিকেট সংস্থা বা কোহলি নিজে এখনও নির্দিষ্ট করে জানাননি কোন ম্যাচগুলোতে তিনি মাঠে নামবেন। বিজয় হাজারে ট্রফির গ্রুপ পর্ব চলবে ২৪ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত।
নকআউট পর্ব শুরু হওয়ার কথা ১২ জানুয়ারি থেকে। তবে নিউজিল্যান্ড সিরিজের কারণে কোহলি ও অন্যান্য সিনিয়র জাতীয় দলের ক্রিকেটাররা নকআউট পর্বে অংশ নিতে পারবেন না।
১১ থেকে ১৮ জানুয়ারির মধ্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারত। সূত্রের খবর, বিসিসিআই তাঁদের চুক্তির আওতায় থাকা ক্রিকেটারদের এই মরশুমে অন্তত দুটি বিজয় হাজারে ট্রফির ম্যাচ খেলার নির্দেশ দিয়েছে।
মূলত ঘরোয়া ক্রিকেটকে আরও গুরুত্ব দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ। একই সঙ্গে রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবকেও প্রথম দুটি ম্যাচের জন্য মুম্বইয়ের স্কোয়াডে রাখা হয়েছে।
উল্লেখ্য, গত দু’মাসে সমালোচকদের কার্যত চুপ করিয়ে দিয়েছেন কোহলি। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে শুধু একদিনের ক্রিকেট খেলার সিদ্ধান্তের পর তাঁর আধুনিক ক্রিকেটের সঙ্গে তাল মেলানো নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডিসেম্বরে হওয়া তিন ম্যাচের ওডিআই সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সে নিজের শ্রেষ্ঠত্ব আবারও প্রমাণ করেন তিনি।
দক্ষিণ আফ্রিকা সিরিজে কোহলি করেন ৩০২ রান। যার মধ্যে ছিল দুটি শতরান এবং সিরিজ ডিসাইডারে অপরাজিত ৬৫।
তাঁর ইনিংস সাজানোর দক্ষতা, চাপের মুখে পারফরম্যান্সের জন্য ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’ পুরস্কার পান তিনি। ওডিআই সিরিজের পর কোহলি লন্ডনে গেলেও ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তিনি দেশে ফিরে আসেন।
