আজকাল ওয়েবডেস্ক: মেলবোর্ন বিমানবন্দরে পা রাখার পর এক মহিলা অজি সাংবাদিকের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়লেন বিরাট কোহলি। ব্রিসবেন টেস্ট অমীমাংসিত ভাবে শেষ হয়। চতুর্থ টেস্টের কেন্দ্র মোলবোর্ন। বক্সিং ডে টেস্ট শুরু হবে চলতি মাসের ২৬ তারিখ থেকে। ভারতীয় দল ব্রিসবেন ছেড়ে মেলবোর্ন পৌঁছয়। আর মেলবোর্নেই যত কাণ্ড। 

মেলবোর্ন বিমানবন্দরে হঠাৎই রেগে গেলেন কেন কোহলি? অস্ট্রেলিয়ার পেসার স্কট বোল্যান্ডের সাক্ষাৎকার নিচ্ছিলেন সাংবাদিকরা। সেই সময়ে কোহলি ও তাঁর পরিবারও মেলবোর্ন বিমানবন্দরে উপস্থিত ছিলেন। ক্যামেরা সঙ্গে সঙ্গে কোহলির দিকে ফোকাস করে। এটা দেখেই মেজাজ হারান কোহলি। চ্যানেল সেভেনের ক্যামেরা ভারতের তারকা ক্রিকেটারকে ফোকাস করা হলে অবাক হয়ে যান তিনি। মহিলা টিভি রিপোর্টারের সঙ্গে তর্ক জুড়ে দেন বিরাট। মহিলা সাংবাদিককে ভারতের তারকা বলেন, তাঁর প্রাইভেসি থাকছে না। সেভেন নিউজের তরফ থেকে জানানো হয়, ''কোহলির দিকে ক্যামেরা তাক করে থাকায় মেজাজ হারিয়ে কোহলি তর্কবিতর্ক শুরু করে দেন। পুরোটাই অবশ্য ভুল বোঝাবুঝি থেকে। কোহলি ভেবেছিলেন, তাঁর পরিবার ও সন্তানদের ছবি তোলা হচ্ছে। আমার সন্তানদের প্রাইভেসি রয়েছি। সেটা নষ্ট হচ্ছে। আমাকে জিজ্ঞাসা না করে ছবি তোলা ঠিক নয়। কোহলিকে একথা বলতে শোনা গিয়েছে।'' 

কিন্তু পরিস্থিতি কিছুক্ষণ পরেই নিয়ন্ত্রণে আসে। সংশ্লিষ্ট মহিলা সাংবাদিকটি কোহলিকে জানান, তাঁর সন্তানদের ছবি ফ্রেমবন্দি করা হয়নি। রিপোর্ট অনুযায়ী, কোহলিকে পরে চ্যানেল সেভেনের সাংবাদিকের সঙ্গে হাত মেলাতে দেখা যায়। 

 

?ref_src=twsrc%5Etfw">December 19, 2024

অস্ট্রেলিয়া সফরে এখনও পর্যন্ত পারথেই কোহলির ব্যাট ঝলসে উঠেছে। তিনি সেঞ্চুরি করেছিলেন। কিন্তু অ্যাডিলেড ও ব্রিসবেনে বিরাটের ব্যাট কথা বলেনি। ব্রিসবেনে আউট হয়ে ফেরার পরেই কোহলিকে নেট করতে দেখা গিয়েছে। মেলবোর্নে কোহলির ব্যাটের দিকে তাকিয়ে সবাই। তার আগেই বিমানবন্দরে মেজাজ হারান বিরাট কোহলি।