আজকাল ওয়েবডেস্ক:‌ রবিবারই ফের আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে বিরাট কোহলিকে। ১১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ। তিন ম্যাচের সিরিজের প্রথমটি রবিবার ভদোদরায়। 


ভদোদরায় পুরোদমে চলছে টিম ইন্ডিয়ার অনুশীলন। তার মধ্যে ভাইরাল কোহলির একটি ছবি। মুখে চওড়া হাসি, সামনে কয়েকজন খুদে ভক্ত। তার মধ্যে একজনের মুখের আদল ঠিক বিরাটের মতো। যেন তাঁর যমজ। বিরাটের সঙ্গে সেই খুদে ভক্তর মিষ্টি মুহূর্তের ছবি ইতিমধ্যে ভাইরাল।


শুক্রবার টিম ইন্ডিয়ার অনুশীলনের ফাঁকেই খুদে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ কোহলির। ব্যাটে অটোগ্রাফ পেয়ে আহ্লাদে আটখানা অনেক ভক্ত। এর মধ্যে নজর পড়েছে এক খুদে ভক্তর উপর। পরনে ভারতের জার্সি। তাঁর ছোট্ট ব্যাটে সই করে দেন কোহলি। আর সেই খুদের সঙ্গে অনেকে কোহলির ছোটবেলার ছবির মিল পাচ্ছেন অনেকে। অনেকে সেই মিল দেখিয়ে ছবি শেয়ার করছেন। এমনকী আইপিএলের দল লখনউ সুপার জায়ান্টসও দু’জনের ছবি শেয়ার করেছে। তবে কোহলির ‘যমজ’ খুঁজে পাওয়া নতুন কিছু নয়। এর আগেও কোহলির মতো দেখতে অনেককে আবিষ্কার করা গিয়েছে। এমনকী বাংলাদেশেও কোহলির এক ‘যমজ’ ভক্ত রয়েছে।


এদিকে, ভদোদরায় বিরাট কোহলি, যশস্বী জয়সোয়ালরা আগেই চলে এসেছিলেন। বিরাট আগের দিন নেটে প্র্যাকটিসও করেছিলেন। শুক্রবার টিমের মোটামুটি সবাই চলে এসেছেন। বিকেল পাঁচটা থেকে মূল স্টেডিয়ামে প্র্যাকটিস ছিল ভারতের। বিরাট কিংবা রোহিত শর্মারা কেউই খুব একটা বেশিক্ষণ ব্যাটিং করেননি।

এদিকে, বিজয় হাজারে ট্রফি খেলতে গিয়ে চোট পেয়েছিলেন। অস্ত্রোপচার হয়েছে তিলক বর্মার। টি–২০ বিশ্বকাপে অনিশ্চিত হয়ে পড়েছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড (‌বিসিসিআই)‌ জানিয়েছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি টি–২০ ম্যাচে খেলতে পারবেন না তিলক। সিরিজ শুরু হওয়ার কথা ২১ জানুয়ারি থেকে। আর টি–২০ বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি থেকে।


বোর্ড যদিও বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘‌তিলক স্থিতিশীল রয়েছে। দ্রুত সুস্থ হয়ে উঠছে। পুরো সুস্থ হলে ক্রিকেটে ফিরবে।’‌


তবে প্রশ্ন হল তিলক বর্মা না পারলে বিশ্বকাপে তাঁর জায়গায় কে ঢুকবেন?‌ অনেকেই বলছেন জোরালো দাবিদার শুভমান গিল। আবার অনেকে যশস্বী জয়সোয়ালের কথা বলছেন। কিন্তু আকাশ চোপড়া বলছেন, যোগ্যতম ব্যক্তি শ্রেয়স আইয়ার।