আজকাল ওয়েবডেস্ক: অক্টোবরে আবার একদিনের ক্রিকেট খেলতে নামবে ভারত। বিরাট কোহলি এবং রোহিত শর্মার ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। স্বাভাবিক প্রক্রিয়া অনুযায়ী দলে স্থান পাওয়া উচিত রোহিত শর্মা এবং বিরাট কোহলির। এখনও সরকারিভাবে একদিনের ক্রিকেট দলের অধিনায়ক রোহিত। কিছু রিপোর্টে জানা যাচ্ছে, দেশের জার্সিতে সেটাই হতে পারে দুই মহাতারকার শেষ সিরিজ। ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে এগোতে চাইছে টিম ম্যানেজমেন্ট। ইতিমধ্যেই টি-২০ এবং টেস্ট থেকে অবসর নিয়েছেন রোহিত এবং কোহলি। শুধু একদিনের আন্তর্জাতিকে খেলবেন। কিন্তু চলতি বছর ভারতের খুব বেশি একদিনের ম্যাচ নেই। সুতরাং, মাত্র কয়েকটা ম্যাচ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে যথেষ্ট হবে কিনা সেই নিয়ে এখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে। 

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া মনে করেন, ভুল ফরম্যাট থেকে অবসর নিয়েছেন দুই তারকা। তাঁর মতে, টেস্ট খেলা চালিয়ে যাওয়া উচিত ছিল তাঁদের। আকাশ চোপড়া বলেন, 'দু'জনেই ভুল ফরম্যাট থেকে অবসর নিয়েছে। হঠাৎ করে টেস্টকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়ে নেয়। ওরা শুধু একদিনের ক্রিকেট খেলবে বলে জানিয়েছে। এটাই সমস্যার। টেস্ট ক্রিকেট সবচেয়ে কঠিন। সাদা বলের ক্রিকেট গড়পড়তা। তবে টেস্টের ক্ষেত্রে সেটা আলাদা। টেস্ট যতটা কঠিন, ব্যাটারদের জন্য একদিনের ক্রিকেট ততটাই সহজ। সেইভাবে কোনও চাপ থাকে না।' 

পরের আইপিএলের আগে মাত্র ন'টি একদিনের ম্যাচ খেলবে ভারত। কিন্তু রোহিত, বিরাট টেস্ট এবং টি-২০ না খেলায়, নিজেদের মোটিভেট করা কঠিন হবে। এই প্রসঙ্গে চোপড়া বলেন, 'বছরে মাত্র ন'টা একদিনের ম্যাচ খেললে, সেক্ষেত্রে মাত্র ন'দিন ওরা খেলার মধ্যে থাকছে। তাহলে নিজেদের মোটিভেট করা কীভাবে সম্ভব? প্রস্তুতি কী করে হবে? ফিট থাকা এবং সেরা ছন্দে থাকা কি সম্ভব? আমি এটাই ভাবছি। বরং, টি-২০ এবং একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়ে টেস্ট খেলা উচিত ছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেললে ২৫ দিন ওরা খেলার মধ্যে থাকত। তারপর ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ ছিল।' তিনি মনে করেন, টেস্টের পাশাপাশি ইচ্ছে হলে রঞ্জি ট্রফিতেও খেলতে পারতেন দুই মহাতারকা। আকাশ চোপড়া মনে করেন, বিজয় হাজারে ট্রফির পারফরম্যান্স দল নির্বাচনে প্রভাব ফেলবে না। চোপড়া বলেন, 'বিজয় হাজারে ট্রফি ডিসেম্বরে হবে। তখন খেলে কী হবে? পরের আইপিএলের আগে ন'টা একদিনের ম্যাচ খেলবে ভারত। শুধুমাত্র নয় দিনের ক্রিকেট। তার বাইরে তোমরা খেলছো না। প্র্যাকটিস করছো না। রোহিত শর্মা এবং বিরাট কোহলির বিজয় হাজারে ট্রফি খেলার প্রয়োজন নেই। সংশ্লিষ্ট টুর্নামেন্টে পারফরম্যান্সের বিচারে তাঁদের দলে নেওয়া হবে না।' আকাশ চোপড়া মনে করছেন, শুধুমাত্র একদিনের ক্রিকেট খেলে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত টিকে থাকতে পারবেন না দুই তারকা। 

প্রসঙ্গত, ভারত-ইংল্যান্ড সিরিজ চলাকালীন লর্ডসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাজীব শুক্লা। বোর্ডের সহ সভাপতি জানান, একদিনের সিরিজের জন্য দু'জনকেই পাওয়া যাবে। রাজীব শুক্লা বলেন, 'আমি একটা জিনিস স্পষ্ট করে দিতে চাই। আমরা সবাই রোহিত এবং বিরাটকে মিস করি। কিন্তু ওরা নিজেরাই এমন সিদ্ধান্ত নিয়েছে। বিসিসিআইয়ের নীতি অনুযায়ী আমরা কোনওদিন কোনও প্লেয়ারকে বলি না কোনও নির্দিষ্ট ফর্ম্যাট থেকে অবসর নিতে। এটা প্লেয়ারের ওপর নির্ভর করে। ওরা দু'জন নিজেই সিদ্ধান্ত নিয়েছে। আমরা ওদের সবসময় মিস করব। ওরা গ্রেট ব্যাটার। ওদের একদিনের ক্রিকেটের জন্য পাওয়া আমাদের জন্য ভাল।' আগস্টে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ হওয়ার কথা থাকলেও সেটা বাতিল হয়েছে। যার ফলে সরাসরি অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে দেখা যাবে রোহিত, কোহলিকে।