আজকাল ওয়েবডেস্ক: একদিনের ক্রিকেটের ব়্যাঙ্কিংয়ে তরতর করে ওপরে উঠছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। একনম্বরের দৌড়ে ঢুকে পড়লেন কোহলি। সতীর্থ রোহিতের ঠিক পেছনেই তিনি। ২০২১ এপ্রিলের পর কোনওদিন একদিনের ক্রিকেটের মগডালে থাকেননি ৩৭ বছরের তারকা। তাঁকে সিংহাসনচ্যুত করেন বাবর আজম। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে জোড়া শতরান তাঁকে আবার শীর্ষস্থান দখলের দিকে এগিয়ে দিয়েছে। সিরিজ সেরা হন কোহলি। তিনটি একদিনের ম্যাচে ৩০২ রান করেন। বিশাখাপত্তনমে সিরিজের চূড়ান্ত ম্যাচে ৬৫ রান করেন। রোহিতের থেকে মাত্র আট রেটিং পয়েন্ট পেছনে।
দক্ষিণ আফ্রিকা সফরের পর নিউজিল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারত। ১১ জানুয়ারি শুরু সেই সিরিজ। টপ স্পট ধরে রাখার চেষ্টা করবে রো-কো জুটি। ব়্যাঙ্কিংয়ে এগোনোর তালিকার রয়েছেন কেএল রাহুলও। ব্যাটিং তালিকায় ১২ ধাপ ওপরে ওঠেন তিনি। বোলিং ক্রমতালিকায় তিন ধাপ এগোন কুলদীপ যাদব। দক্ষিণ আফ্রিকা সিরিজ হারলেও আইসিসি ক্রমতালিকায় উন্নতি হয়েছে কুইন্টন ডি কক, আইডেন মার্করাম এবং তেম্বা বাভুমার। কটকে জয়ের পর ব়্যাঙ্কিংয়ে উন্নতি হয় অক্ষর প্যাটেল (১২), অর্শদীপ সিং (২০) এবং যশপ্রীত বুমরার (২৫)। প্রথম দশ ব্যাটারের তালিকায় প্রবেশ করেন ডেওয়াল্ড ব্রাভিস।
টেস্ট ক্রিকেটে কেরিয়ারের সেরা ব়্যাঙ্কিংয়ে মিচেল স্টার্ক। অ্যাশেজের প্রথম দুই টেস্টে ১৮ উইকেট নেন অস্ট্রেলিয়ান তারকা। তাতেই অনেকটা ওপরে উঠে এলেন। নয় ধাপ ওপরে উঠে ১৫ নম্বরে রচীন রবীন্দ্র। ছয় ধাপ এগোন টম লাথাম। ওয়েস্ট ইন্ডিজের সাই হোপ এবং জাস্টিন গ্রিভসও ব়্যাঙ্কিংয়ে এগোন।
