আজকাল ওয়েবডেস্ক: বয়স বড় বালাই। ভারত অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলির বয়স বাড়ছে। আর সেটাই আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফিতে চিন্তার কারণ বলে মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ইয়ান চ্যাপেল।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে রোহিত ও কোহলি মোটেও ভাল ছন্দে নেই। পুনে টেস্টের পরে রোহিত ও কোহলির মুণ্ডপাত করেছেন ভক্তরা। ঘরের মাঠে বেঙ্গালুরুতে কিউয়িদের পেসে বিপর্যয় ঘটেছে টিম ইন্ডিয়ার। পুনেতে কিউয়িদের স্পিন আক্রমণে শেষ হয়ে যায় ভারত। বর্ডার-গাভাসকর ট্রফিতে কী করবে ভারত?
ইয়ান চ্যাপেল বলছেন, ''ভারতের ব্যাটিং নিয়ে কিছু সমস্যা রয়েছে। যশস্বী জয়সওয়াল সুন্দর দেখতে বাঁ হাতি ওপেনার। শুভমান গিলও খেলতে পারবে। এরপরেই রয়েছে রোহিত শর্মা ও বিরাট কোহলি। দু'জনেরই বয়স বাড়ছে। সমর্থকরাও এ নিয়ে কথা বলতে শুরু করে দেন। তখন মাথার মধ্যে চলতে থাকে তাহলে কি আমরা সেই বয়সে পৌঁছে গিয়েছি যেখান থেকে আমাদের ফর্ম পড়তির দিকে পৌঁছয়? দু'জনেই সেই বয়সে এসে পৌঁছেছে।''
রোহিত ও কোহলি রান না পাওয়ায় দলের বাকি সতীর্থদের উপরেও চাপ বাড়ে। হতাশা গ্রাস করে বাকিদেরও। এদিকে নিউজিল্যান্ডের কাছে ভারত সিরিজ হারের পরে ভক্তদের নিশানায় বিরাট কোহলি ও রোহিত শর্মা। টেস্ট ক্রিকেট থেকে তাঁদের অবসর নিতে বলছেন ভক্তরা। দ্বিতীয় টেস্টে দুই তারকা ব্যাটারই ব্যর্থ হয়েছেন। রোহিত শর্মা প্রথম ও দ্বিতীয় ইনিংসে করেন যথাক্রমে ০ ও ৮। বিরাট কোহলি করেন ১ ও ১৭।
ভারতের অসহায় আত্মসমর্পণ দেখার পরে শান্ত থাকতে পারেননি ভক্তরা। কোহলি ও রোহিতের উপরে তাঁদের যাবতীয় রাগ এসে পড়ে। সোশ্যাল মিডিয়ায় এক ভক্ত লিখেছেন, ''টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেলেছেন। এবার টেস্ট ক্রিকেট থেকেও অবসর নেওয়ার সময় এসে গিয়েছে। দু' জনেই জেন্টেলম্যান।''
