আজকাল ওয়েবডেস্ক: প্যারিসে আজ রাতে  ব্যালন ডি’অর অনুষ্ঠান। তার আগে সোশ্যাল মিডিয়ায় একটি তালিকা ঘুরছে। ফাঁস হয়ে গিয়েছে ব্যালন ডি' অরে ভোটে জয়ীর নাম। 

ব্রিটিশ সংবাদমাধ্যম 'মেইল অনলাইন'-এর খবর অনুযায়ী, ভোটাভুটির র ভিত্তিতে ১২ জন ফুটবলারের তালিকা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সর্বোচ্চ ভোট সংগ্রহ করা ফুটবলারের নামও ফাঁস হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।  

যে তালিকা ফাঁস হয়েছে, সেখানে   সর্বোচ্চ ৬৩০ ভোট পেয়েছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র। এবার পুরুষদের বর্ষসেরার পুরস্কার উঠছে ভিনি জুনিয়রের হাতেই। ৫৭৬ ভোট পেয়ে  দ্বিতীয় ম্যান সিটির মিডফিল্ডার রদ্রি। ৪২২ ভোট সংগ্রহ করে তৃতীয় রিয়ালের বেলিংহাম। চারে ও পাঁচে যথাক্রমে কিলিয়ান এমবাপে ও হ্যারি কেন। ৩১৭ ভোট নিয়ে পেয়ে চারে এমবাপে। কেনের সংগ্রহে  ২০১ ভোট। 

ভিনিসিয়াস, রদ্রি ও বেলিংহামের নাম নিয়ে কোনও সংশয় নেই। কেউ যদি নিজেরা তালিকা তৈরি করে সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করে দেয়, সেটা অসম্ভব কিছু না। কারণ এই তিনজনের নাম শোনা যাচ্ছে। 

ব্যালন ডি' অর অনুষ্ঠানের আগে প্রতিবারই ফাঁস হয়ে যায় জয়ী ফুটবলারের নামের তালিকা। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এবার ভিনিসিয়াস জুনিয়রের ব্যালন ডি ' অর পাওয়ার সম্ভাবনা বেশি।