আজকাল ওয়েবডেস্ক: সবাই ধরেই নিয়েছিলেন এবার ব্যালন ডি' অর  ভিনিসিয়াস জুনিয়রের হাতে উঠছে। কিন্তু শেষ পর্যন্ত সব অদলবদল হয়ে গেল। ভিনি জুনিয়রকে টপকে ব্যালন ডি' অর পেলেন ম্যাঞ্চেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি।


ম্যাঞ্চেস্টার সিটির জার্সিতে প্রিমিয়ার লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ জিতেছেন রদ্রি। কিন্তু কী এমন হল যে ভিনিসিয়াস জুনিয়রকে শেষ পর্যন্ত ছিটকে যেতে হল? এর পিছনে কি রয়েছে অন্য চক্রান্ত? ফুটবল রাজনীতি জড়িত নয় তো? অনেকেই কিন্তু এর মধ্যে ফুটবল রীজনীতির গন্ধ পাচ্ছেন। 

ব্যালন ডি' অরের অনুষ্ঠান শুরুর আগে সবাই জেনে ফেলেছিলেন ভিনিসিয়াস এবার পাচ্ছেন না ব্যালন ডি' অর। রদ্রি পাচ্ছেন এবার।  সেই কারণে রিয়াল মাদ্রিদ যোগ দেয়নি অনুষ্ঠানে। ব্যালন ডি'অর না পাওয়া নিয়ে মুখ খুলেছেন ব্রাজিলের তারকা ভিনিসিয়াস।

ব্রাজিলিয়ান তারকা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''ব্যালন ডি' অর জিততে হলে এর থেকেও ১০ গুণ ভাল খেলতে হবে আমাকে। ওরা তো আমাকে পুরস্কার দিতে প্রস্তুত নয়।'' তিনি নিজেও জানেন ভাল খেললেও তিনি পাবেন না ব্যালন ডি' অর।  

 

?ref_src=twsrc%5Etfw">October 28, 2024

এদিকে রিয়াল তারকা পুরস্কার না পাওয়ায় ক্ষোভপ্রকাশ করেছেন লস ব্ল্যাঙ্কোসের বর্তমান ও প্রাক্তন  ফুটবলাররা। রদ্রি ব্যালন ডি' অর পেলেও, তাঁরা মনে করেন ভিনিসিয়াস জুনিয়রই পুরস্কার  জেতার যোগ্য ছিলেন। সেই কারণে টনি ক্রুজের মতো প্রাক্তন রিয়াল তারকা সোশ্যাল মিডিয়ায় ভিনিসিয়াসের ছবি পোস্ট করে লিখেছেন, ''দ্য বেস্ট।'' করিম বেনজিমা আবার ভিনিসিয়াসকে শক্ত থাকার পরামর্শ দিচ্ছেন। ব্যালন ডি' অর না পাওয়ায় মানসিক দিক থেকে বিপর্যস্ত হতে পারেন ভিনিসিয়াস। সেই কারণে বেনজিমা ব্রাজিলীয় তারকাকে মানসিক দিক থেকে শক্ত থাকার কথা বলছেন। 

রিয়ালে ভিনিসিয়াসের সতীর্থ কামাভিঙ্গা কিন্তু অন্য প্রশ্ন তুলে দিয়েছেন। ব্রাজিলীয় তারকা কি ফুটবল রাজনীতির শিকার? কামাভিঙ্গা কি সেই দিকেই ঈঙ্গিত দিলেন? ফ্রান্সের জাতীয় দলের তারকা কামাভিঙ্গা লিখেছেন, ''ভাই আমার কাছে তুমিই বিশ্বসেরা। কোনও পুরস্কারই অন্য কথা বলতে পারে না।'' কামাভিঙ্গা তাঁর মন্তব্য লেখার উপরে ফুটবল রাজনীতি লিখে ক্রশ দিয়েছেন। কামাভিঙ্গা যেটা বলতে  চাইলেন, সেটাই কি ঘটেছে ভিনিসিয়াসের সঙ্গে? রিয়াল তারকা ব্যালন ডি' অর না পাওয়ায় বিতর্কের জন্ম দিয়ে গেলেন। 

 

?ref_src=twsrc%5Etfw">October 28, 2024