আজকাল ওয়েবডেস্ক: প্যারিস থেকে ফিরলেন ভিনেশ ফোগাত। দেশের মাটিতে পা রেখেই কান্নায় ভেঙে পড়েন। গত কয়েকদিন ধরে ঝড় বয়ে গিয়েছে তাঁর ওপর দিয়ে। সেই ঝড় এখনও পুরোপুরি থামেনি। কিন্তু ভারতে ফিরে নিজেকে আর ধরে রাখতে পারলেন না। শনিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেই কান্নায় ভেঙে পড়েন ভিনেশ। তাঁকে স্বাগত জানানোর জন্য বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন দুই তারকা কুস্তিগির সাক্ষী মালিক এবং বজরং পুনিয়া। তাঁদের দেখেই আর আবেগ চেপে রাখতে পারেননি। সাক্ষীর কাঁধে মাথা রেখে হাউহাউ করে কাঁদতে শুরু করেন ভিনেশ। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 

ভারতীয় কুস্তিগিরকে উত্তরীয় এবং ফুলের স্তবক দিয়ে স্বাগত জানানো হয়। টাকার মালাও পরিয়ে দেওয়া হয়। হুডখোলা গাড়িতে চেপে বিমানবন্দর থেকে বেরোন ভিনেশ। সঙ্গে ছিলেন সাক্ষী এবং বজরং। দিল্লির যন্তর মন্তর থেকেই এই দুই কুস্তিগির তাঁর ছায়াসঙ্গী। মুষড়ে পড়া ভিনেশকে সামলাতে এদিন দিল্লি বিমানবন্দরেও হাজির ছিলেন। উপস্থিত ছিলেন অলিম্পিকের রুপোজয়ী বক্সার বিজেন্দ্র সিংও।

তবে নিজের মধ্যে ছিলেন না ভিনেশ। কোনওরকমে কান্না সামলে গাড়িতে ওঠেন। সেখান থেকে দেশবাসীকে ধন্যবাদ জানান। ভিনেশ বলেন, 'আমি দেশবাসীকে ধন্যবাদ জানাতে চাই। যারা আমার লড়াইকে সমর্থন করেছেন, পাশে থেকেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। আমার লড়াই এখনও শেষ হয়নি। বাকি আছে।' ভিনেশের বিমানবন্দরের ছবি শেয়ার করেন বিজেন্দ্র। সেখানেও চোখের জলেই দেখা যায় ভারতীয় কুস্তিগিরকে। তাঁকে সান্ত্বনা দিতে দেখা যায় বিজেন্দ্রকে।