আজকাল ওয়েবডেস্ক: এগিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ বিক্রম রাঠোরকে দ্বীপরাষ্ট্রের ব্যাটিং কোচ নিয়োগ করল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপ এবার আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। বিশ্বকাপের কথা মাথায় রেখে কোচিং স্টাফেও পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। দ্বীপরাষ্ট্রের ফিল্ডিং কোচ হয়েছেন ভারতের প্রাক্তন কোচ রামকৃষ্ণণ শ্রীধর।
২০১৪ থেকে ২০২১, সাত বছর ভারতের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেন শ্রীধর। এবার শ্রীলঙ্কা তাঁর নতুন ঠিকানা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল ফল করতে শ্রীলঙ্কার আশা ভরসা সেই প্রাক্তন ভারতীয়রাই।
ব্যাটিং কোচ হিসেবে রাঠোরকে নিয়োগ করল শ্রীলঙ্কা। ২০২৪ সাল পর্যন্ত ভারতের ব্যাটিং কোচ ছিলেন বিক্রম রাঠোর।
রোহিত শর্মার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত। সেই সময়ে ভারতীয় দলের কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। ব্যাটিং কোচ ছিলেন বিক্রম রাঠোর। রাজস্থান রয়্যালসের সহকারী ব্যাটিং কোচ হিসেবে কাজ করেন তিনি। ১৫ জানুয়ারি তিনি যোগ দিচ্ছেন শ্রীলঙ্কা জাতীয় দলের সঙ্গে।
সূত্রের খবর, বিক্রম রাঠোর আসন্ন ইংল্যান্ড সিরিজে দলের সঙ্গে কাজ করবেন। তার পরে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর আসল পরীক্ষা।
বিক্রম রাঠোরের অন্তর্ভুক্তি শ্রীলঙ্কার ব্যাটিংকে আরও শক্তিশালী করবে বলেই মনে করছেন ক্রিকেটভক্তরা।
২০১৯ সালে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেয় ভারত। তার পরে ব্যর্থতায় যাবতীয় দায় এসে পড়েছিল তৎকালীন ভারতীয় দলের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের উপরে। তিনি দায়িত্ব ছাড়েন। সঞ্জয় বাঙ্গারের পরিবর্তে কোচ করা হয়েছিল বিক্রম রাঠোরকে।
দেশের হয়ে ৬টি টেস্ট ম্যাচ ও ৭টি ওয়ানডে খেলেন রাঠোর। জাতীয় দলের হয়ে তাঁর রাহুল দ্রাবিড়ের কেরিয়ার প্রায় একই সঙ্গে শুরু হয়েছিল। জাতীয় দলের ওপেনার হিসেবে রাঠোর ব্যর্থই বলা যায়। কিন্তু ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দ্রাবিড়ের সহকারী হিসেবে দক্ষতার সঙ্গে কাজ করেন। সেই বিক্রম রাঠোরের এবারের নতুন ঠিকানা শ্রীলঙ্কা।
