আজকাল ওয়েবডেস্ক: আবার রেকর্ড শতরান। এবার অস্ট্রেলিয়ার মাটিতে। আরও একবার ইতিহাসের পাতায় নাম লেখালেন বৈভব সূর্যবংশী। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে প্রথম ইউথ টেস্টে শতরান করলেন ১৪ বছরের বিস্ময় বালক। ৭৮ বলে ১০০ রান সম্পূর্ণ করেন। শেষপর্যন্ত ৮৬ বলে ১১৩ রানে আউট হন। ইনিংসে ছিল ৮টি ছয় এবং ৯টি চার। বেদান্ত ত্রিবেদীর সঙ্গে ১৫২ রানের জুটি বাঁধেন। হেডেন স্কিলারের বলে অ্যালেক্স লি ইয়ংয়ের হাতে ধরা পড়েন। ইতিমধ্যেই ক্রিকেটের সব ফরম্যাটে নজর কাড়েন বৈভব। ইউথ একদিনের ক্রিকেটে উন্মুক্ত চাঁদের সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড ভেঙে দেন। ব্রিসবেনের ইয়ান হিলি ওভালে অস্ট্রেলিয়ায় বিরুদ্ধে ভারতের দ্বিতীয় ম্যাচে এই নজির গড়েন। এর আগে উন্মুক্ত চাঁদের ছয়ের সংখ্যা ছিল ৩৮।
২০২৩-২৪ রঞ্জি ট্রফিতে প্রথম দৃষ্টি আকর্ষণ করেন বৈভব। মাত্র ১২ বছর ২৮৪ দিনের মাথায় মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম শ্রেণীর ক্রিকেটে হাতেখড়ি হয় বিস্ময় বালকের। টুর্নামেন্টের ইতিহাসে কনিষ্ঠ ক্রিকেটার। এরপর সর্বকনিষ্ঠ হিসেবে আইপিএলে খেলার সুযোগ পান। মাত্র ১৩ বছর বয়সে রাজস্থান রয়্যালসে যোগ দেন। আইপিএলে অভিষেক বছরেই বাজিমাত। মাত্র ৩৮ বলে শতরান করে।কোটিপতি টুর্নামেন্টে নেমেই রেকর্ডের মালিক হন। আইপিএলের ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ। তার আগে রয়েছেন ক্রিস গেইল। ২০১৩ সালে আরসিবির হয়ে এই কীর্তি স্থাপন করেন ক্যারিবিয়ান জায়ান্ট। তারপরই নিজের স্থান দখল করেন। ঘরোয়া ক্রিকেট থেকে আইপিএল। সেখান থেকে আন্তর্জাতিক ইউথ টেস্ট। রেকর্ডবুকে একাধিকবার নিজের নাম তোলেন বৈভব। বয়স যে কোনও বাধা নয়, সেটা আরও একবার প্রমাণ করলেন।
বৈভব থামছেনই না। ছক্কা মারা তাঁর কাছে যে জলভাত, সেটা আবারও দেখা গেল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় যুব ওয়ানডেতে বৈভব ছ'টি ছক্কা হাঁকান। ৬৮ বলে ৭০ রান করেন তিনি। ছটি ছক্কা মারার পাশাপাশি পাঁচটি বাউন্ডারিও মারেন তিনি। এই বিস্ফোরক ব্যাটিংয়ের মাধ্যমে যুব ওয়ানডেতে বৈভব উন্মুক্ত চাঁদের সর্বকালীন রেকর্ড ভেঙে দিলেন। উন্মুক্ত ৩৮টি ছক্কা মেরেছিলেন যুব ওয়ানডেতে। বৈভব সেখানে ৪১টি ছক্কা হাঁকান ১০টি ইনিংসে। তাঁর ছক্কা মারার ক্ষমতা দেখে দেশ অবাক। প্রাক্তন ক্রিকেটাররা তো বটেই এখনকার ক্রিকেটাররাও তাঁকে দেখে অবাক। ভারতের নতুন বিস্ময় বালক সূর্যবংশী। আইপিএলের দুনিয়াতেও তাক লাগিয়ে দিয়েছেন। এবার অস্ট্রেলিয়ার মাঠে গিয়ে চমকে দিয়েছেন। বৈভব সূর্যবংশীর ছটায় চোখ ঝলসে যাওয়ার জোগাড়।
