আজকাল ওয়েবডেস্ক: বৈভব সূর্যবংশী থামছেন না। ছক্কা মারা তাঁর কাছে যে জলভাত, সেটা আবারও দেখা গেল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় যুব ওয়ানডেতে বৈভব ছ'টি ছক্কা হাঁকান। ৬৮ বলে ৭০ রান করেন তিনি। ছটি ছক্কা মারার পাশাপাশি পাঁচটি বাউন্ডারিও মারেন তিনি। এই বিস্ফোরক ব্যাটিংয়ের মাধ্যমে যুব ওয়ানডেতে বৈভব উন্মুক্তচাঁদের সর্বকালীন রেকর্ড ভেঙে দিলেন। উন্মুক্ত ৩৮টি ছক্কা মেরেছিলেন যুব ওয়ানডেতে। বৈভব সেখানে ৪১টি ছক্কা হাঁকান ১০টি ইনিংসে। তাঁর ছক্কা মারার ক্ষমতা দেখে দেশ অবাক।  প্রাক্তন ক্রিকেটাররা তো বটেই এখনকার ক্রিকেটাররাও তাঁকে দেখে অবাক। ভারতের নতুন বিস্ময় বালক সূর্যবংশী। আইপিএলের দুনিয়াতেও তাক লাগিয়ে দিয়েছেন। এবার অস্ট্রেলিয়ার  মাঠে গিয়ে চমকে দিয়েছেন। বৈভব সূর্যবংশীর ছটায় চোখ ঝলসে যাওয়ার জোগাড়। 

ইন্ডিয়া এ দলের হয়ে খেলা শুরুর পর থেকে সূর্যবংশী নিজের দক্ষতা দেখিয়ে চলেছেন। এখনও পর্যন্ত যুব ওয়ানডে-তে ৫৪০ রান করেছেন তিনি। ২৬ শতাংশ রান এসেছে বাউন্ডারি থেকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অজিরা। বৈভব মাঠে নামার পর থেকেই চার-ছক্কার বর্ষণ শুরু হয়। ভারতের অনূর্ধ্ব ১৯ দল ৫০ ওভারে ৫ উইকেটে ২০৯ রান তোলে। বৈভব ও বিহান মালহোত্রা ৭০ রান করেন। এই দুই ব্যাটারের প্রবল বিক্রমে ১১৭ রান যোগ হয় পার্টনারশিপে। বেদান্ত ত্রিবেদি ২৬ রান করেন।

আরও পড়ুন: 'আমি যদি পাকিস্তানের কোচ হই...', ভারতের হাতে পাকিস্তান দুরমুশ হওয়ার পরে রোহিতের মন্তব্য ভাইরাল ...

আইপিএলের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে শতরান করে তাক লাগিয়েছেব অতীতে। বৈভব মানেই রেকর্ড আর রেকর্ড। ইংল্যান্ডের মাটিতে ব্যাটের পাশাপাশি বল হাতেও নজির গড়েছেন বৈভব। ইংল্যান্ডের অধিনায়ক হামজা শেখের উইকেট নেন বৈভব। বাঁ হাতি স্পিনার বৈভব। তার ফুলটসে বড় শট খেলার চেষ্টা করেন হামজা। কিন্তু ব্যাটেবলে না হওয়ায় লং অফে ক্যাচ ধরেন হেনিল প্যাটেল। পরে টমান রিউকেও আউট করে বৈভব।

বিশ্বক্রিকেটে সবচেয়ে কম বয়সে উইকেট নেওয়া বোলারদের তালিকায় তৃতীয় স্থানে বৈভব। ১৯৯৪ সালে পাকিস্তানের মাহমুদ মালিক মাত্র ১৩ বছর ২৪১ দিন বয়সে নিউজিল্যান্ডের বিরুদ্ধে উইকেট নিয়েছিল। সেটাই রেকর্ড। দ্বিতীয় স্থানেও পাকিস্তানের ক্রিকেটার। ২০০৩ সালে হিদায়াতুল্লা খান ১৩ বছর ২৫১ দিন বয়সে শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়েছিল। 

এই বৈভবকে দেশ চিনেছিল আইপিএল নিলামে। যখন ১ কোটি টাকায় তাঁকে কিনে নিয়েছিল রাজস্থান রয়্যালস। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে নিলামে দল পেয়েছিল বৈভব। বাকিটা ইতিহাস। ২০২৫ আইপিএলে রাজস্থান কিছু করতে না পারলেও বৈভব নিজেকে প্রমাণ করেছে। শতরান করেছে। কোচ রাহুল দ্রাবিড় স্বয়ং বলেছেন, বৈভবকে আগলে রাখতে হবে। সেই বৈভব অজিদের বিরুদ্ধেও মারকাটারি ব্যাটিং করে রেকর্ড গড়লেন। 

আরও পড়ুন: সঞ্জু কত নম্বরে ব্যাট করবেন?‌ জানিয়ে দিল টিম ম্যানেজমেন্ট