আজকাল ওয়েবডেস্ক:‌ এশিয়া কাপে মাত্র দু’টি ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন। ওমানের বিরুদ্ধে তিনি অর্ধশতরান করেছিলেন। তবে পাকিস্তানের বিরুদ্ধে ১৩ রানের বেশি করতে পারেননি। দু’টি ইনিংসেই যথেষ্ট মন্থর গতিতে খেলতে দেখা গিয়েছে সঞ্জুকে। তাঁর মন্থর গতির ইনিংস নিয়ে চিন্তায় ভারতীয় দল। সহকারী কোচ রায়ান টেন দুশখাতে জানালেন, কীভাবে দ্রুত গতিতে ইনিংস খেলা যায় তা নিয়ে ভাবনা চিন্তা করতে হবে সঞ্জুকেই।
এটা ঘটনা, ভারতীয় দলের পক্ষ থেকেও এটাও পরিষ্কার করে দেওয়া হয়েছে, কোনওভাবেই আর প্রিয় ওপেনিং–এর জায়গা ফিরে পাবেন না সঞ্জু। অন্তত অদূর ভবিষ্যতে তো নয়ই। তাঁকে পাঁচ নম্বরেই ব্যাট করতে হবে।


বাংলাদেশ ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে এসে দুশখাতে মিষ্টি মিষ্টি কথাতেই জানিয়ে দেন, অধিনায়ক সূর্যকুমার যাদব এবং তিলক বর্মা তিন এবং চার নম্বরে নামবেন। অর্থাৎ সঞ্জু কোনওভাবেই পাঁচ নম্বরের আগে নামতে পারবেন না। শুভমান গিল দলে আসায় এমনিতেই টি–টোয়েন্টি দলে ওপেনিংয়ের জায়গা ছেড়ে দিতে হয়েছে সঞ্জুকে। মিডল অর্ডারে এখনও পর্যন্ত ছন্দে দেখা যায়নি তাঁকে।


দুশখাতে বলেন, ‘এখনও পর্যন্ত দুটো ম্যাচে ব্যাট করতে নেমেছে সঞ্জু। খারাপ ব্যাট করেনি। তবে কীভাবে মিডল অর্ডারে নিজের দায়িত্ব পালন করতে হবে, সেটা ও এখনও শিখছে। আমার মনে হয় পাকিস্তান ম্যাচের পিচ বেশ কঠিন ছিল। তাই রান করা সহজ হয়নি।’ উল্লেখ্য, ওই ম্যাচে ১৭ বলে ১৩ রান করেন সঞ্জু।
দুশখাতে আরও বলেন, ‘যেভাবে ওপেনিংয়ে শুভমান এবং অভিষেক ব্যাট করছে এবং দলের অধিনায়ক তিনে আর তিলক চারে খেলছে, তাতে পাঁচ নম্বরে আমরা এমন একজনকে চাই যে দ্রুত গতিতে রান তুলতে পারে। সঞ্জুর প্রতি আমাদের আস্থা আছে। আমাদের মনে হয় পাঁচ নম্বরে খেলার জন্য ও–ই সেরা। আশা করি দ্রুত ও বুঝে যাবে কী ভাবে তাড়াতাড়ি রান তুলতে হবে।’


আগের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দলের পারফরম্যান্স নিয়ে খুব একটা সন্তুষ্ট নয় ভারতীয় দল। বাংলাদেশ ম্যাচের আগে দলের দৃষ্টিভঙ্গি সম্পর্কে দুশখাতে জানিয়েছেন, তাঁরা একটি বিশেষ আদর্শ নিয়ে নামবেন। যা হল, ‘সকলকে সমীহ করো, কাউকে ভয় পেয়ো না’।


দুশখাতের কথায়, ‘এটা আমাদের দলের একটা কৌশল। বাংলাদেশের বিরুদ্ধেও নিজেদের সেরাটা দিতে চাই। পাকিস্তানের বিরুদ্ধে সেটা পুরোপুরি আমরা পারিনি। নিজেদের খেলা নিয়ে খুশি নই। তাই সামনে বাংলাদেশ আসুক বা ওমান, ছেলেরা প্রত্যেক ম্যাচেই নিজেদের সেরাটা দেবে।’