আজকাল ওয়েবডেস্ক: একশো মিটার স্প্রিন্টে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য খর্ব করেছিলেন উসেইন বোল্ট। ট্র্যাকে আগুন জ্বালাতেন তিনি। সেই জামাইকান কিংবদন্তি অবসর ভেঙে ফিরতে চান ২০২৮ সালের অলিম্পিকে। এবার অবশ্য ট্র্যাকে ফিরতে আগ্রহী তিনি নন। বরং বোল্ট অলিম্পিকে খেলতে চান ক্রিকেট। লস এঞ্জেলস বিশ্বকাপে ১২৮ বছর পরে ফিরতে চলেছে ক্রিকেট। উল্লেখ্য ১২ থেকে ২৯ জুলাই পর্যন্ত চলবে অলিম্পিক। 

অলিম্পিকে ফিরতে চলেছে ক্রিকেট। দেশের হয়ে ক্রিকেটে প্রতিনিধিত্ব করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন বোল্ট। 

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বেড়ে ওঠা বোল্টের স্বপ্ন ছিল ফাস্ট বোলার হওয়া। কিন্তু বিশ্ব তাঁকে দুর্দান্ত এক স্প্রিন্টার হিসেবে দেখে। 

বোল্টের প্রথম প্রেম ছিল ক্রিকেট। হাই স্কুলে পড়ার সময়ে ক্রিকেট কোচ বোল্টকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অংশ নিতে বলেন। সেই সিদ্ধান্ত বোল্টকে বিখ্যাত করে দিল। একশো-দুশো মিটারে বিশ্বচ্যাম্পিয়ন হলেও ক্রিকেটের প্রতি বোল্টের ভালবাসা চিরকালই ছিল। 

একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে বোল্ট বলেছেন, ''পেশাদার স্পোর্ট থেকে আমি অবসর গ্রহণ করেছি। দীর্ঘদিন আমি ক্রিকেট খেলিনি। ওরা যদি আমাকে ডাকে, আমি খেলতে আগ্রহী।'' 

সর্বকালের সেরা স্প্রিন্টার হিসেবে বোল্ট বিখ্যাত। আটটি অলিম্পিক সোনা ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১১টি সোনা জয়ী জামাইকান স্প্রিন্টার। 

২০১৭ সালে বোল্ট অ্যাথলেটিক্স থেকে অবসর নিয়েছেন। বেজিং অলিম্পিক ২০০৮, লন্ডন অলিম্পিক ২০১২ ও রিও অলিম্পিক ২০১৬-য় একশো ও দুশো মিটার স্প্রিন্টে সোনা জেতেন জামাইকান স্প্রিন্টার। 

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বোল্ট ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছিলেন। ২০১৪ সালের ভাজ্জি ও যুবির সঙ্গে বোল্ট প্রীতি ক্রিকেট ম্যাচ খেলেছিলেন। ১০০ ও ২০০ মিটারে বোল্ট বিশ্বরেকর্ডের অধিকারী। 

লস এঞ্জেলস অলিম্পিকে পুরুষ ও মহিলা বিভাগে ছ'টি করে দল অংশ নেবে পদকের জন্য। পুরুষদের মেডেল জেতার ম্যাচ শুরু হবে ২৯ জুলাই থেকে। অন্যদিকে মহিলাদের ইভেন্ট শুরু হবে ২০ জুলাই থেকে।