আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে চার নম্বরে উঠে এল বাংলাদেশ। পাকিস্তানের মাঠে গিয়ে বাংলাদেশ সিরিজ জিতল ২–০ ব্যবধানে। দ্বিতীয় টেস্টে জয় ছয় উইকেটে। এশিয়ার কোনও দলকে তাদের ঘরের মাঠে এই প্রথম হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। প্রথম টেস্টে তারা জিতেছিল ১০ উইকেটে।
হারের পর পয়েন্ট টেবিলে পাকিস্তান নেমে গেছে আট নম্বরে। ৭ ম্যাচে তাদের পয়েন্ট মাত্র ১৮। অন্যদিকে বাংলাদেশ চার নম্বরে উঠে এসেছে ৬ ম্যাচে ৪৫.৮৩ শতাংশ পয়েন্ট নিয়ে। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে ভারত। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ৬৮.৫২ শতাংশ। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার ১২ ম্যাচে ৬২.৫ শতাংশ পয়েন্ট। তিনে রয়েছে নিউজিল্যান্ড। তাদের ৫০ পয়েন্ট। চারে উঠে এসেছে বাংলাদেশ। পাঁচে আছে ইংল্যান্ড। তাদের পয়েন্ট ৪৫। ষষ্ঠ স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তারা পেয়েছে ৩৮.৮৯ শতাংশ পয়েন্ট। শ্রীলঙ্কা রয়েছে সপ্তম স্থানে। তারা পেয়েছে ৩৩.৩৩ শতাংশ পয়েন্ট। অষ্টম স্থানে থাকা পাকিস্তান পেয়েছে ১৯.০৫ পয়েন্ট। সবচেয়ে নীচে ওয়েস্ট ইন্ডিজ। ৯ ম্যাচে ১৮.৫২ শতাংশ পয়েন্ট পেয়েছে ক্যারিবিয়ানরা। প্রসঙ্গত, প্রথম দুইয়ে থাকা দুটি দল ফাইনাল খেলার সুযোগ পায়। আর বাংলাদেশের এখন বাকি রয়েছে চারটি ম্যাচ।
