আজকাল ওয়েবডেস্ক: হেরে গেল ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। চুঁচুড়া স্টেডিয়ামে মঙ্গলবার কলকাতা প্রিমিয়ার লিগে খেলা ছিল পিয়ারলেসের সঙ্গে। কিন্তু একাধিক গোলের সুযোগ নষ্ট করে ০–১ গোলে হেরে গেল ইউকেএসসি। 
 
 এর আগে গত মঙ্গলবার নৈহাটি স্টেডিয়ামে এরিয়ানকে ৩–০ গোলে উড়িয়ে দিয়েছিল ইয়ান লয়ের দল। জোড়া গোল করেছিলেন নংদম্বা নাওরেম। অন্য গোলটি করেন জীতেন মুর্মু। ওই ম্যাচে আগাগোড়াই আধিপত্য ছিল ইউকেএসসির। 
 
 এদিনও আগাগোড়াই প্রাধান্য নিয়ে খেলে ইউকেএসসি। অনেকটা খেলার গতির বিরুদ্ধেই গোল করে যায় পিয়ারলেস। গোল শোধের মরিয়া চেষ্টা করেছিল কলকাতা লিগে নবাগত দল ইউকেএসসি। কিন্তু বিপক্ষ রক্ষণে ভিড় বাড়িয়ে সেই আক্রমণ প্রতিহত করে। 
তবে এরিয়ান ম্যাচে কিন্তু প্রথম মিনিট থেকেই আক্রমণের ঝড় তুলেছিল ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। অনবদ্য ছিলেন নাওরেম। ম্যাচের সেরাও হয়েছিলেন তিনি। ভবানীপুরের কাছে হারের পর এরিয়ানের বিরুদ্ধে জিতেছিল ইউকেএসসি। কিন্তু এক ম্যাচ পর ফের হারতে হল। যদিও হারলেও ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। 
 
 এটা ঘটনা প্রথম বছর কলকাতা প্রিমিয়ার ডিভিশনে পা রেখেই রেকর্ড করেছিল ইউকেএসসি। 
আরও পড়ুন: যৌনতার টানে হোটেলে গিয়েছিল যুগল, কয়েক মিনিট পরেই রক্তে ভেসে গেল রুম! হাড়হিম কাণ্ড এই রাজ্যে
টানা আট ম্যাচ অপরাজিত ছিল ইয়ান লয়ের দল। নবম ম্যাচে ৯০ মিনিটের অদম্য লড়াইয়ের পর ভবানীপুরের কাছে ১–২ ব্যবধানে হারে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। 
 
 পরের ম্যাচেই এরিয়ানকে হারিয়ে ফের জয়ের সরণীতে ফেরে তারা। কিন্তু মঙ্গলবার সুযোগ নষ্টের খেসারত দিতে হল ইউকেএসসিকে। কলকাতা প্রিমিয়ার লিগে এটা দ্বিতীয় হার ইউকেএসসির। 
 
 এটা ঘটনা, এর আগে প্রিমিয়ার লিগে আবির্ভাবে কোনও দল সুপার সিক্সের যোগ্যতা অর্জন করতে পারেনি। কিন্তু কোনও অঘটন না ঘটলে এবার সেই রেকর্ড করবে ইউকেএসসি। 
এই মুহূর্তে গ্রুপ বি–তে মঙ্গলবার নিজেদের ম্যাচ জিতে সুপার সিক্সের লড়াই জমিয়ে দিয়েছে ইউনাইটেড স্পোর্টস এবং ভবানীপুর। পুলিশের বিরুদ্ধে ৪–০ গোলের ব্যবধানে জিতে তৃতীয় স্থান ধরে রেখেছে ভবানীপুর। অন্যদিকে খানিকটা চমকপ্রদভাবে ডায়মন্ড হারবার এফসিকে ২–০ গোলে হারিয়ে দিয়েছে ইউনাইটেড স্পোর্টস। ফলে গ্রুপ বি–তে ইউনাইটেড স্পোর্টস ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ভবানীপুর তৃতীয় স্থানে। ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে গেল ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। ডায়মন্ড হারবার ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। সব মিলিয়ে জমে উঠেছে কলকাতা লিগের সুপার সিক্সের লড়াই।
