আজকাল ওয়েবডেস্ক: আবার জয়ে ফিরল ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। মঙ্গলবার নৈহাটি স্টেডিয়ামে এরিয়নকে ৩-০ গোলে উড়িয়ে দিল ইয়ান লয়ের দল। জোড়া গোল করলেন নংদম্বা নাওরেম। অন্য গোলটি জীতেন মুর্মুর। ম্যাচে আগাগোড়াই আধিপত্য ছিল ইউকেএসসির।‌ দাঁড়াতেই পারেনি এরিয়ান। প্রতিপক্ষকে পুরো কোণঠাসা করে দেয়। প্রথম মিনিট থেকেই আক্রমণের ঝড় তোলে ইউনাইটেড। অনবদ্য নাওরেম। ম্যাচের সেরাও তিনি। একটানা গোলের মধ্যে রয়েছেন জীতেনও। ভবানীপুরের কাছে হোঁচট খাওয়ার পর আবার দাপুটে জয়। দশ ম্যাচের মধ্যে আটটিতে জিতেছে ইউকেএসসি। একটি ড্র এবং একটি হার। টানা পাঁচ ম্যাচ জেতার পর ষষ্ঠ ম্যাচে ডায়মন্ড হারবারের সঙ্গে গোলশূন্য ড্র হয়। ভবানীপুর ক্লাবের কাছে হারে। প্রথম বছর কলকাতা প্রিমিয়ার ডিভিশনে পা রেখেই এমন রেকর্ড কোনও দলের নেই। 

টানা আট ম্যাচ অপরাজিত ছিল ইয়ান লয়ের দল। নবম ম্যাচে ৯০ মিনিটের অদম্য লড়াইয়ের পর ভবানীপুরের কাছে ২-১ ব্যবধানে হারে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। বৃহস্পতিবার কল্যাণী স্টেডিয়ামের লাগোয়া মাঠে দুই হেভিওয়েট দলের ম্যাচ ছিল টানটান। ম্যাচের পর সামাদ আলি মল্লিকরা বলাবলি করছিলেন, চ্যাম্পিয়ন দলের সঙ্গে খেলা সেরকমই হয়েছে। ৯০ মিনিটে একবারের জন্যও মনে হয়নি ম্যাচ একপেশে হয়েছে। আক্রমণ প্রতি আক্রমণে নজরকাড়া ফুটবল উপহার দেন দুই দলের খেলোয়াড়রাই। কিন্তু তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি ইউনাইটেড। তবে এরিয়ানের বিরুদ্ধে পরের ম্যাচেই জয়ে ফিরল ইউকেএসসি। এখনও পর্যন্ত কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে তাঁদের সবচেয়ে বড় জয় উয়াড়ি ক্লাবের বিরুদ্ধে। ৫-০ গোলে জেতে। এর আগে প্রিমিয়ার লিগে আবির্ভাবে কোনও দল সুপার সিক্সের যোগ্যতা অর্জন করতে পারেনি। কিন্তু কোনও অঘটন না ঘটলে এবার সেই রেকর্ড করবে ইউকেএসসি। যে গতিতে এগোচ্ছে ইয়ান লয়ের দল, সুপার সিক্স শুধুই সময়ের অপেক্ষা।