আজকাল ওয়েবডেস্ক: ব্যাকফুটে গিয়ে বিনোদ কাম্বলির ড্রাইভ ছিল দেখার মতো।
বিনোদ কাম্বলিকে নিয়ে গোটা দেশ হঠাৎই আবেগমথিত। তাঁর ছেলেবেলার গুরু রমাকান্ত আচরেকরের স্মৃতিসৌধ উদ্বোধনে কাম্বলিকে দেখে বিস্মিত গোটা দেশ।
বিস্মিত ক্রিকেটপ্রেমীরাও। একসময়ের দুর্দান্ত প্রতিভাবান কাম্বলি ভাল করে কথা বলতে পারছেন না। কথা জড়িয়ে যাচ্ছে। তাঁর ভরণপোষণের দায়িত্ব নিতে চায় তিরাশির বিশ্বজয়ী দল।
এহেন বিরাট কোহলি সম্পর্কে অজানা এক কাহিনি শুনিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
পুরনো প্রসঙ্গ উত্থাপ্পন করে শাহ জানিয়েছেন, বিনোদ কাম্বলি ছোটদের কোচিং করাতেই ভালবাসেন।
একটি ক্রিকেট ইভেন্ট চলাকালীন চেন্নাইয়ে দেখা হয়েছিল অমিত শাহ ও বিনোদ কাম্বলির। সেই সময়ে কাম্বলি ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেছেন।
চেন্নাইয়ের সেই অনুষ্ঠানে কাম্বলিকে দেখে অমিত শাহ জিজ্ঞাসা করেন, তাঁর ক্রিকেট জীবনের কোন মুহূর্ত স্মরণীয়? কাম্বলির উত্তর শাহকে অবাক করেছিল। তিনি ভেবেছিলেন মুম্বইয়ের এই প্রাক্তন ক্রিকেটার হয়তো টেস্টে ডাবল সেঞ্চুরির কথাই বলবেন। কিন্তু কাম্বলি বলেছিলেন অন্য কথা।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Gujarat First (@gujaratfirst)
অমিত শাহ স্মৃতিরোমন্থন করে বলেন, ''চেন্নাইয়ের একটি ক্রিকেট অনুষ্ঠানে কাম্বলির সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। তখন কাম্বলি অবসর নিয়ে ফেলেছে। একসময়ে কাম্বলি দুর্দান্ত ব্যাটসম্যান ছিল। অনেক উত্থান পতন দেখেছে কাম্বলি। আমি জিজ্ঞাসা করেছিলাম এত সব উত্থান পতনের মধ্যে কোন বিষয়টা ওকে সবচেয়ে আনন্দ দেয়। আমি ভেবেছিলাম কাম্বলি হয়তো ওর ডাবল হান্ড্রেডের কথা বলবে। কিন্তু বিনোদ কাম্বলি আমাকে বলে, স্যর আমি অনেককে হারিয়েছি, অনেক রেকর্ড ভেঙেছি। কিন্তু ব্যাকফুটে কীভাবে খেলতে হয়, তা যখন কোনও বাচ্চাকে শেখাই, তখন সব থেকে আনন্দ পাই।''
১৯৯১ সালে ভারতের হয়ে অভিষেক হয় কাম্বলির। শুরুটা দুর্দান্ত ছিল তাঁর। কিন্তু দুরন্ত প্রতিভার অধিকারী হলেও নিয়মশৃঙ্খলা না মানায় ক্রিকেট থেকে দূরে সরে যান কাম্বলি।