আজকাল ওয়েবডেস্ক: গ্রুপ স্টেজ, প্লে অফ, প্রি-কোয়ার্টার পেরিয়ে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগ পা দিচ্ছে কোয়ার্টার ফাইনাল রাউন্ডে। ভারতীয় সময় মঙ্গলবার মধ্যরাতে কোয়ার্টার ফাইনালের লড়াই শুরু হতে চলেছে। কোয়ার্টার ফাইনালের প্রথম দিনেই দু’টি হাই-ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে-রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল এবং বায়ার্ন মিউনিখ বনাম ইন্টার মিলান। গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ আজ নামবে আর্সেনালের বিরুদ্ধে।

 

কিন্তু আর্সেনালের জন্য পরিস্থিতি মোটেও সহজ নয়। দলের একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোটের কারণে বাইরে রয়েছেন। ডিফেন্স লাইনে বেঞ্জামিন হোয়াইট, রিকার্ডো ক্যালাফিওরি, গ্যাব্রিয়েল মাঘালেস এবং জুরিয়েন টিমবার সবাই চোটগ্রস্ত। গুরুত্বপূর্ণ ফুটবলার বুকায়ো সাকা চোট সারিয়ে ফিরলেও পূর্ণ শক্তির দল না থাকায় রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে কঠিন পরীক্ষার মুখে পড়তে হতে পারে আর্সেনালকে।

 

লা লিগা এবং কোপা দেল রে-তে পরপর জয়ে চাঙ্গা রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপে রয়েছেন দুর্দান্ত ফর্মে। কোয়ার্টার ফাইনালেও তাঁর ওপর ভরসা রাখছে স্প্যানিশ জায়ান্ট। তবে রিয়ালের শিবিরেও চোট নিয়ে একাধিক চিন্তার ব্যাপার রয়েছে। গোলকিপার আন্দ্রে লুনিন চোটের কারণে ছিটকে গিয়েছেন। গত সপ্তাহে লেগানেসের বিরুদ্ধে ম্যাচে পায়ে চোট পান তিনি। এখনও সম্পূর্ণ সুস্থ হননি।

 

ক্লাব সূত্রে খবর, আর্সেনালের বিরুদ্ধে ম্যাচে তাঁর পরিবর্তে দায়িত্ব সামলাবেন কুর্তোয়া। তবে নিজেও সম্প্রতি বেলজিয়ামের জাতীয় দলের হয়ে খেলার সময় মাসলে চোট পান। জানা যাচ্ছে, তিনি বর্তমানে ম্যাচ খেলার জন্য ফিট হয়ে গিয়েছেন। অন্য ম্যাচে, বায়ার্ন মিউনিখ মুখোমুখি হবে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের। দুই দলই নিজেদের দেশের লিগে ভাল ফর্মে। মূলত, রক্ষণ এবং মাঝমাঠের লড়াইয়ের ওপর নির্ভর করবে এই ম্যাচের ফলাফল।