আজকাল ওয়েবডেস্ক:‌ অনূর্ধ ১৯ কোচকে শারীরিকভাবে নিগ্রহের অভিযোগ উঠল। অভিযোগ, অনূর্ধ্ব ১৯ কোচ ভেঙ্কটারামনকে নাকি ব্যাপক মারধরও করা হয়েছে। তাঁর শরীরে নাকি অন্তত ২০টি সেলাই পড়েছে। ঘাড়েও বড়সড় চোট লেগেছে তাঁর।


ঘটনাটা কী?‌ জানা গেছে, পুদুচেরির ওই অনূর্ধ্ব ১৯ কোচকে নাকি পুদুচেরি রাজ্য ক্রিকেট সংস্থার মাঠেই শারীরিকভাবে হেনস্থা করেন তিন স্থানীয় তরুণ ক্রিকেটার। কিন্তু কেন?‌ অভিযোগ, সৈয়দ মুস্তাক আলি টি–টোয়েন্টি ট্রফির দল নির্বাচনে নাকি ওই কোচ প্রভাব বিস্তার করেছিলেন। তিন ক্রিকেটার তাঁর জন্যই বাদ পড়েছেন বলে অভিযোগ। এরপরেই এই হেনস্থার অভিযোগ ওঠে। পুলিশ ইতিমধ্যেই তিন অভিযুক্ত ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। তবে তিন ক্রিকেটারই পলাতক। খোঁজ চলছে তাঁদের। পুলিশ সূত্রে খবর, গত সোমবার এই ঘটনাটি ঘটে। তিনি তখন অনুশীলনে উপস্থিত ছিলেন। অভিযোগ, তিন ক্রিকেটার কার্তিকেয়ন, অরবিন্দরাজ ও সন্তোষ কুমারন দল থেকে বাদ পড়ার জন্য কোচের সঙ্গে মাঠেই বচসায় জড়ান। অভিযোগ, আচমকাই তিন ক্রিকেটার ব্যাট হাতে চড়াও হয় কোচের উপর। কোচকে বেশ কয়েকবার ব্যাট দিয়ে আঘাত করে পালিয়ে যায় তিন অভিযুক্ত ক্রিকেটার।


এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘‌ঘটনাটি শুনে যা মনে হয়েছে এটি পূর্বপরিকল্পিত ছিল। তিন ক্রিকেটারের নামে লুকআউট নোটিশ জারি করা হয়েছে।’‌


আপাতত কোচ ভেঙ্কটারামন চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পুদুচেরি রাজ্য ক্রিকেট সংস্থা। খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে তিন ক্রিকেটারের বিরুদ্ধে। এই ঘটনায় স্থানীয় ক্রিকেট মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজ্য ক্রিকেট সংস্থা তদন্তে পুলিশকে সমস্তরকমভাবে সাহায্য করবে বলে জানিয়েছে। এই ঘটনায় মাঠের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।