আজকাল ওয়েবডেস্ক: আসন্ন আইপিএলের জন্য দল গোছাতে শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। ২৪ ঘণ্টা আগে সহকারী কোচ হিসেবে শেন ওয়াটসনের নাম ঘোষণা করা হয়েছে। এবার কোচিং স্টাফ আরও মজবুত করল কেকেআর।
বোলিং কোচ হিসেবে টিম সাউদির নাম ঘোষণা করা হল। এক বছরের জন্য নিউজিল্যান্ডের তারকা পেসারের সঙ্গে চুক্তি হয়েছে। বোলার হিসেবে নয়, এবার নতুন ভূমিকায় দেখা যাবে প্রাক্তন কিউয়ি তারকাকে।
কেকেআর পরিবারে সাউদি নতুন নয়। ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত নাইটদের দলে ছিলেন। ২০২৫ সালে অবসর ঘোষণা করেন। আবার কেকেআরে ফিরতে পেরে উচ্ছ্বসিত নিউজিল্যান্ডের তারকা পেসার।
সাউদি বলেন, 'কেকেআর সবসময় আমার বাড়ির মতো। নতুন ভূমিকায় ফেরা সম্মানের। ফ্র্যাঞ্চাইজির ক্রিকেট সংস্কৃতি উচ্চমানের। ভাল প্লেয়ার রয়েছে। সমর্থকরা আবেগী। আমি বোলারদের সঙ্গে কাজ করার জন্য উদগ্রীব। আইপিএলে দলকে সাফল্য এনে দিতে চাই।'
১৫ বছর ধরে নিউজিল্যান্ডের ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন সাউদি। দেশের হয়ে একশোর বেশি টেস্ট খেলেছেন। দেড়শোর বেশি একদিনের আন্তর্জাতিক খেলার অভিজ্ঞতা রয়েছে। টি-২০ ম্যাচের সংখ্যা ১২০।
আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে সাতশোর বেশি উইকেট সংগ্রহ তাঁর। সুইংয়ের জন্য সুখ্যাতি ছিল কিউয়ি তারকার। বিভিন্ন ফরম্যাটে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন। ২০১৯ বিশ্বকাপ এবং ২০২১ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে উল্লেখযোগ্য ভূমিকা নেন।
চলতি বছরই অবসর ঘোষণা করেন। তার আগে পেশাদারিত্ব এবং মেন্টরশিপের জন্য মাঠে এবং মাঠের বাইরে প্রভাব ফেলেন। এবার নতুন ভূমিকায় হাতেখড়ি হতে চলেছে কিউয়ি তারকার।
পুরোনো তারকাকে আবার নতুনভাবে ফিরিয়ে আনতে পেরে খুশি কেকেআরের সিইও। ভেঙ্কি মাইসোর বলেন, 'কেকেআর পরিবারে আবার টিম সাউদিকে ফেরাতে পেরে আমরা উচ্ছ্বসিত। এবার কোচ হিসেবে। টিমের অভিজ্ঞতা এবং টেকনিক্যাল সাপোর্ট আমাদের বোলিং বিভাগকে সাহায্য করবে। ওর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং শান্ত মনোভাবের জন্য তরুণ বোলারদের কাছে ও আদর্শ মেন্টর।'
প্রসঙ্গত, একদিন আগেই সহকারী কোচ হিসেবে শেন ওয়াটসনের নাম ঘোষণা করা হয়। আন্তর্জাতিক ক্রিকেটে বিশাল অভিজ্ঞতাসম্পন্ন। একাধিক রেকর্ডের মালিক।
আধুনিক ক্রিকেটে সেরা অলরাউন্ডারদের মধ্যে অন্যতম। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর, ১২ বছর আইপিএল খেলেন। ২০০৮ থেকে ২০২০ সাল পর্যন্ত চুটিয়ে কোটিপতি লিগে অংশ নেন।
মোট ১৪৫ ম্যাচ খেলেন। রয়েছে চারটে শতরান। ক্রিকেট ছাড়ার পর কোচিং শুরু করেন। মেন্টরের ভূমিকায়ও দেখা যায়। বিভিন্ন গ্লোবাল টি-২০ লিগের সঙ্গে যুক্ত হন। এবার কেকেআরে যোগ দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ান তারকা।
