আজকাল ওয়েবডেস্ক: টি–২০ বিশ্বকাপে খেলতে পারবেন তিলক বর্মা? সংশয় রয়েছে। অস্ত্রোপচারের পর স্থিতিশীল তিলক। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি টি–২০ ম্যাচে খেলতে পারবেন না তিলক। যদিও তিলক নিজে বার্তা দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় নিজের একটি হাসিমুখের ছবি দিয়েছেন। ছবিতে হাতের আঙুল দিয়ে ‘ভি’ বা ‘ভিকট্রি’ দেখাচ্ছেন। সঙ্গে তিনি লিখেছেন, ‘আপনাদের অফুরন্ত ভালবাসার জন্য ধন্যবাদ। আমি সেরে উঠছি। আপনাদের ধারণার থেকেও দ্রুত মাঠে ফিরবই।’ এই বার্তার পর ভারতের ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, তিলক সম্ভবত বোঝাতে চেয়েছেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের মাঝেই সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন তিনি। বিশ্বকাপও খেলতে পারবেন।
হায়দরাবাদের হয়ে খেলতে গিয়েই তলপেটে চোট পেয়েছিলেন তিলক। রক্তক্ষরণ হচ্ছিল। অস্ত্রোপচারও করতে হয়েছে। হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছেন তিলক। এই পরিস্থিতিতে হায়দরাবাদের কোচ রবি তেজা তিলকের সাম্প্রতিক অবস্থার কথা জানিয়েছেন। বলেছেন, ‘রাজকোটে একটা ছোট অস্ত্রোপচার হয়েছে তিলকের। বড় কিছু নয়। তিলকের চোট নিয়ে চিন্তারও কিছু নেই। তিন থেকে চার দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে তিলক। শুক্রবারই হায়দরাবাদ ফিরবে তিলক। আমার আশা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি–২০ সিরিজের আগেই সুস্থ হয়ে যাবে তিলক। বড় জোড় এক সপ্তাহের মধ্যেই তিলক সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে।’
এটা ঘটনা, টি–২০ আন্তর্জাতিকে দুর্দান্ত ছন্দে ছিলেন তিলক। ২০২৫ সালে এশিয়া কাপ ফাইনালে অর্ধশতরান করে টিম ইন্ডিয়াকে জেতান।
সেই তিলক বিশ্বকাপ খেলতে যদি না পারেন তাহলে বড় সেটব্যাক হবে ভারতের। আর সত্যি সত্যিই যদি তা হয় তাহলে দলে ঢোকার সম্ভাবনা শুভমান গিলের। যদিও হায়দরাবাদ কোচ মনে করছেন, তিলক কিউয়ি সিরিজের আগেই সুস্থ হয়ে যাবেন।
এদিকে শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, মহম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাদেজা ছাড়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে থাকা বাকি ক্রিকেটাররা বৃহস্পতিবারই পৌঁছে গিয়েছেন ভদোদরায়। এই চার ক্রিকেটারই রাজ্য দলের হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলছেন। সকলের ৭ জানুয়ারি পৌঁছনোর কথা ছিল। তবে রাজ্য দলের হয়ে খেলার কারণে একটু দেরিতে পৌঁছবেন। শুক্রবার সকালে এই চার ক্রিকেটারের পৌঁছনোর কথা। শুক্রবার বিকেলে অনুশীলন করার কথা রয়েছে বিরাটদের। যদিও তা ঐচ্ছিক। সম্ভবত শনিবারই অনুশীলন করবে টিম ইন্ডিয়া। রবিবার কিউয়িদের বিরুদ্ধে খেলবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।
