আজকাল ওয়েবডেস্ক: কয়েক মুহূর্ত আগে পর্যন্ত হয়তো অনেকেই জানতেন না এই ক্রিকেটারের নাম। কিন্তু সৌদি আরবের জেদ্দায় আইপিএলের নিলাম চলাকালীন আফগানিস্তানের এই ক্রিকেটারকে কিনল মুম্বাই ইন্ডিয়ান্স। আল্লাহ ঘাজানফার নামে এই আফগান স্পিনারের বয়স মাত্র ২০ বছর। খেলা শুরু করেছিলেন করোনার সময় থেকে, তাও আবার ফাস্ট বোলার হিসেবে। মাত্র চার বছরেই দেখার মত উথ্থান এই আফগান স্পিনারের।

 

 

 

উল্লেখযোগ্য ভাবে, গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন আল্লাহ। বেস প্রাইস ২০ লক্ষ টাকায় তাঁকে কিনেছিল কেকেআর। এদিন নিলাম চলাকালীন তাঁর জন্য ফের বিড করে কেকেআর। লড়াই চলে আরসিবির সঙ্গে। কিন্তু শেষ পর্যন্ত কোনও দলই পেল না তাঁকে। বাজিমাত করে গেল মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক পাণ্ডেয়ার অধিনায়কত্বে খেলতে দেখা যাবে তাঁকে। গত মার্চ মাসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তানের সিনিয়র দলের হয়ে অভিষেক হয় আল্লাহর।

 

 

পাশাপাশি, লঙ্কা প্রিমিয়ার লিগে এবং আফগানিস্তানের ডোমেস্টিক লিগেও খেলেছেন তিনি। পেস বোলার হিসেবে কেরিয়ার শুরু করলেও বর্তমানে অফ স্পিন বল করেন আল্লাহ। তবে মুম্বইয়ের ওয়াংখেড়ে বরাবরই হাই স্কোরিং পিচ। সেখানে এই আফগান স্পিনারের বোলিং কতটা কাজে দেয় সেদিকেই নজর থাকবে সকলের। উল্লেখ্য, ইতিমধ্যেই জসপ্রীত বুমরা সহ ট্রেন্ট বোল্টকে দলে নিয়েছে মুম্বই। এবার এই আফগান স্পিনারকে দলে নিয়ে স্পিনিং বিভাগকে শক্তিশালী করাই লক্ষ্য এই ফ্র্যাঞ্চাইজির।