আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডকে ৩-০ তে হোয়াইটওয়াশ করে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে ভারতীয় দল। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যশপ্রীত বুমরা ছাড়া লড়াইটা সহজ হবে না। সময়ের মধ্যে ফিট হতে পারেননি ভারতের তারকা পেসার। তাঁর জায়গায় সুযোগ পান হর্ষিত রানা। তবে প্রথম একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি অর্শদীপ সিংয়ের। তবে ইংল্যান্ডের প্রাক্তন কোচ ডেভিড লয়েড মনে করছেন, টি-২০ ফরম্যাটের সঙ্গে মানিয়ে নিতে হবে দুই তরুণ পেসারকে। লয়েড বলেন, 'এটা একজনের জন্য সুবর্ণ সুযোগ। যার হয়তো দলে সুযোগ পাওয়ারই কথা নয়।
তবে অস্বীকার করার জায়গা নেই যে বুমরা বিশ্বের সেরা বোলার। ও না খেললে সমস্যা হবেই।' অর্শদীপ সিং টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ উইকেটে সংগ্রহকারী। কিন্তু মাত্র ন'টি একদিনের ম্যাচ খেলেছেন। ইংল্যান্ডের প্রাক্তন কোচ জানিয়ে দিলেন, দুই ফরম্যাটের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। সেটার সঙ্গে মানিয়ে নেওয়া খুব সহজ হবে না। লয়েড বলেন, 'চার এবং দশ ওভার এক নয়। প্রতিপক্ষ ওকে চাপে ফেলার চেষ্টা করবে। এটা টি-২০ ক্রিকেট নয় বন্ধু। এটা ছোট্ট পার্টি নয়।
পরপর বল করতে হবে। এটার সঙ্গে ও অভ্যস্ত নয়।' চ্যাম্পিয়ন্স ট্রফির দলে যে তিনজন পেসার রয়েছে, তারমধ্যে একমাত্র মহম্মদ সামি ছাড়া কারোর একদিনের ক্রিকেটে বিশেষ অভিজ্ঞতা নেই। তবে যে ন'টি একদিনের ম্যাচ খেলেছেন অর্শদীপ, তাতে খারাপ বল করেননি। তাঁর সংগ্রহ ১৪ উইকেট। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে মাত্র একটি ম্যাচ খেলেন পাঞ্জাবের পেসার। দুটো ম্যাচ খেলেন সামি, তিনটেতেই খেলেন হর্ষিত।
