আজকাল ওয়েবডেস্ক: কিছুদিন আগেই শেষ হয়েছে বর্ডার গাভাসকার ট্রফি। শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে ৩-১ ফলাফলে হারতে হয়েছে ভারতকে। আর বিজিটি শেষের কিছুদিন পরেই ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতীয় পেস বোলার বরুণ অ্যারন। শুক্রবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক আবেগঘন পোস্ট করে নিজের অবসরের ঘোষণা করেছেন বরুণ। মূলত, নিজের দুরন্ত গতির জন্য ক্রিকেট মহলে পরিচিত ছিলেন তিনি। ২০১৪ সালে অস্ট্রেলিয়ায় বিরাট কোহলির অধিনায়কত্বে বর্ডার গাভাসকার ট্রফিও খেলেছিলেন। আইপিএলে তাঁর দুরন্ত গতিতে নির্বাচকদের মুগ্ধ করে অ্যারন সুযোগ পেয়েছিলেন জাতীয় দলে। তবে বেশিদিন আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি তাঁকে। বোলিংয়ের পাশাপাশি মাঠে আগ্রাসন দেখানোর জন্য খ্যাত ছিলেন বরুণ।

 

২০১০-১১ সালের বিজয় হাজারে ট্রফির ফাইনালে গুজরাটের বিরুদ্ধে ১৫৩ কিমি/ঘণ্টা গতিতে বল করে শিরোনামে আসেন তিনি। তবে ধারাবাহিক চোট-আঘাতের কারণে ভারতীয় এই গতিময় পেসারের কেরিয়ার সীমিত হয়ে পড়ে। ভারতের হয়ে মোট ১৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি, উইকেট নিয়েছেন ২৯টি। ভারতীয় দল থেকে বাদ পড়ার পরেও অ্যারন নিয়মিত ঝাড়খণ্ডের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলছিলেন। কিন্তু চোটের কারণে গত বছর ফেব্রুয়ারিতে লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়ান। এবার তিনি সমস্ত ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন। ঝাড়খণ্ডের হয়ে চলতি বিজয় হাজারে ট্রফিতে শুক্রবার গোয়ার বিরুদ্ধে কেরিয়ারের শেষ ম্যাচ খেলে ফেললেন তিনি। ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে বরুণ অ্যারন ইনস্টাগ্রামে লেখেন, গত ২০ বছর ধরে আমি দ্রুত বল করার উত্তেজনায় বেঁচেছি, শ্বাস নিয়েছি এবং খেলায় উন্নতি করেছি। আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে আমার অবসরের ঘোষণা করছি।