আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত। এ দেশের জনসংখ্যা ১৪০ কোটিরও বেশি। ভারতেই বিশ্বের বৃহত্তম হিন্দু জনসংখ্যার বাস। অন্যদিকে প্রতিবেশী নেপাল, আরেকটি হিন্দু-সংখ্যাগরিষ্ঠের দেশ। সবচেয়ে বেশি হিন্দু জনসংখ্যার দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নেপাল। তবে, বিশ্বের তৃতীয় সর্বোচ্চ হিন্দু জনসংখ্যা একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ!

কোন দেশে বিশ্বের তৃতীয় বৃহত্তম হিন্দু জনসংখ্যা রয়েছে?
সরকারি তথ্য অনুযায়ী, বাংলাদেশ। ভারতের প্রতিবেসী এই দেশেই বিশ্বের তৃতীয় বৃহত্তম হিন্দু জনসংখ্যার বসবাস। তবে, ২০২৪ সালের আগস্টে ছাত্র অভ্যুথ্থানের মাধ্যমে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ উঠেছে।

২০২২ সালের আদমশুমারির তথ্য অনুসারে, ইসলাম ধর্মের পর হিন্দুধর্ম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ধর্ম। এইদেশটিতে হিন্দু জনসংখ্যা প্রায় ১ কোটি ৩১ লক্ষ, যা মোট জনসংখ্যার প্রায় ৮ শতাংশ। এটি বাংলাদেশকে ভারত ও নেপালের পর বিশ্বের তৃতীয় বৃহত্তম হিন্দু জনসংখ্যার দেশে পরিণত করেছে।

তবে, পিউ রিসার্চ সেন্টারের একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, ধর্মীয় অসহিষ্ণুতা, সামাজিক নিপীড়ন, জোর করে ধর্মান্তরীত এবং সাম্প্রদায়িক হিংসা-সহ বিভিন্ন কারণে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানের মতো মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে হিন্দু জনসংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে।

প্রতিবেদন অনুসারে, ২০১০ সালে ভারতের জনসংখ্যার ৮০ শতাংশ হিন্দু ছিল। ২০৫০ সাল নাগাদও হিন্দুরাই এ দেশে সংখ্যাগরিষ্ঠ থাকবে। তবে শতাংশের বিচারে হিন্দুদের সংখ্যা কমে হবে প্রায় ৭৭ শতাংশ। একই সময়ে ভারতের মুসলিম জনসংখ্যা ৩১ কোটিতে পৌঁছাবে। এ দেশে মুসলিমদের সংখ্যা ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে যেতে পারে। ফলে ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশে পরিণত হতে পারে। 
এছাড়াও, গবেষণায় পূর্বাভাস দেওয়া হয়েছে যে, ২০৫০ সাল নাগাদ ভারতের জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার ১৮ শতাংশ হবে। শতাংশের বিচারে দুনিয়ার মধ্যে হিন্দুরা হবে ১৫ শতাংশ। এতে আরও বলা হয়েছে যে, আগামী ২৫ বছরে বিশ্বজুড়ে হিন্দুদের জনসংখ্যা ১০০ কোটি থেকে বেড়ে ১৪০ কোটিতে পৌঁছবে।