আজকাল ওয়েবডেস্ক:‌ চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সম্ভবত জায়গা হচ্ছে না উইকেটরক্ষক–ব্যাটার সঞ্জু স্যামসনের। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, ২০২৩ বিশ্বকাপে লোকেশ রাহুল উইকেটকিপার হিসেবে যথেষ্ট ভাল পারফর্ম করেছিলেন। তাই দল টুর্নামেন্টে প্রথম পছন্দ হিসেবে ঋষভ পন্থকেই ভাবছে। প্রয়োজনে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে আসবেন রাহুল। 


সূত্রের খবর, ব্যাক আপ উইকেটকিপার হিসেবে তালিকায় আছেন তিনজন। ধ্রুব জুরেল, ঈষান কিষান ও সঞ্জু স্যামসন। তবে স্যামসনের সম্ভাবনা খুব কম। 
যদিও স্যামসনকে ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে রাখা হয়েছে। স্যামসন দেশের হয়ে শেষ ওয়ানডে খেলেছিলেন ২০২৩ সালের ২১ ডিসেম্বর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই ম্যাচে শতরান করেছিলেন স্যামসন। সূত্রের খবর, শতরান পেলেও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে স্যামসনকে ভাবা হচ্ছে না। 


ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে অবশ্য স্যামসনকে ওপেন করতে দেখা যাবে অভিষেক শর্মার সঙ্গে। টি২০ ক্রিকেটে তিনি এক ক্যালেন্ডার ইয়ারে তিন শতরান করেছেন। এই নজির আর কারও নেই। ইংল্যান্ডের ফিল সল্টের পর স্যামসন দ্বিতীয় ব্যাটার যিনি একটি দ্বিপাক্ষিক টি২০ সিরিজে দুটো শতরান করেছেন। 
বিসিসিআই অবশ্য এখনও চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেনি। বুমরা ও কুলদীপের চোটের বিষয়ে নিশ্চিত হয়েই দল ঘোষণা করবে বোর্ড।