আজকাল ওয়েবডেস্ক: সান্তিয়াগো বার্নাবেউয়ে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আর্সেনালের কাছে হারতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। প্রথম লেগে ৩-০ ব্যবধানে পিছিয়ে থাকা অবস্থায় মাদ্রিদের সামনে ছিল বিশাল চ্যালেঞ্জ। কিন্তু ঘুরে দাঁড়ানোর আশা নিয়ে মাঠে নামলেও কোনওভাবেই নিজেদের ছন্দ খুঁজে পাননি এমবাপ্পেরা। শেষ পর্যন্ত ২-১ গোলে ম্যাচ হেরে রিয়ালকে মোট ৫-১ গোলের ব্যবধানে বিদায় নিতে হয় চ্যাম্পিয়ন্স লিগ থেকে।
অন্যদিকে, দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্সেনাল। সেমিতে তাদের প্রতিপক্ষ পিএসজি। ম্যাচ শেষে রিয়াল গোলরক্ষক থিবো কুর্তোয়া ম্যাচ নিয়ে নিজের হতাশা প্রকাশ করেন। তিনি জানান, ‘আর্সেনাল ভাল ডিফেন্স করেছে, পাশাপাশি প্রেসিং ফুটবল খেলেছে। ফাঁকা জায়গা পাওয়া ছিল খুবই কঠিন। আমরা অনেকগুলো ক্রস দিয়েছি, কিন্তু এমন একজন খেলোয়াড় আমাদের ছিল না যে জোসেলুর মতো হেড দিয়ে গোল করতে পারে’।
ম্যাচে রিয়াল মাদ্রিদ ৪৩টি ক্রস তুললেও, মাত্র ৩টি শটই ছিল লক্ষ্যে। অন্যদিকে, আর্সেনালের ক্রস ছিল মাত্র ৯টি। গত মরশুমে রিয়ালে একমাত্র সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলেছিলেন জোসেলু। গুরুত্বপূর্ণ মুহূর্তে গোল করে দলকে জয় এনে দিয়েছিলেন তিনি। বিশেষ করে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে তাঁর জোড়া গোলে জিতেছিল রিয়াল মাদ্রিদ।
