আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরে রোহিত শর্মা-বিরাট কোহলিদের রাজকীয় সংবর্ধনা দিয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে দেশে ফেরার পরে প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁরা দেখা করেন। পরে ওয়াংখেড়ে স্টেডিয়ামে সংবর্ধিত হয়েছিল বিশ্বজয়ী দল।
কিন্তু এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরে ভারতীয় তারকাদের সংবর্ধনার ব্যবস্থাই করেনি বিসিসিআই। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলের সদস্যরা একসঙ্গে দেশে ফেরেননি। সোমবার রাতে প্রায় নিঃশব্দেই দেশে ফেরেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
হোড কোচ গৌতম গম্ভীর ও পেসার হর্ষিত রানা রাজধানীতে নামেন সোমবার রাতে। রবিবার রাতে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে টিম ইন্ডিয়া। স্টেডিয়াম থেকে ফেরার পরই টিম হোটেল ছাড়েন অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি
কয়েকজন দুবাইয়ে দিনদুয়েক থেকে গিয়েছেন বলে খবর। চলতি মাসের ২২ তারিখ শুরু হবে আইপিএল। ২৫ মে ফাইনাল। দু' মাস ব্যাপী এই টুর্নামেন্টের আগে বিশ্রাম নেওয়াই শ্রেয় বলে মনে করছেন ক্রিকেটাররা। সেই কারণেই ভারতীয় বোর্ড ক্রিকেটারদের সংবর্ধনার ব্যবস্থা করেনি।
পরে কোনও সময় হয়তো এর আয়োজন করা হবে। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরে আরও কঠিন ক্রীড়াসূচি অপেক্ষা করে রয়েছে ভারতীয় ক্রিকেটারদের জন্য। এই দু' মাসের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিংড়ে নেবে খেলোয়াড়দের। তরতাজা হয়ে নামতে চান সবাই। সেই কারণেই দিনকয়েকের বিশ্রাম নেবেন ক্রিকেটাররা।
