আজকাল ওয়েবডেস্ক: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য ক্রীড়াসূচি জানা গেল। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত অভিযান শুরু করছে। ২৩ ফেব্রুয়ারি ভারত-পাক হাই ভোল্টেজ ম্যাচ। ২ মার্চ সম্ভবত নিউজিল্যান্ডের সঙ্গে ভারতের ম্যাচ।
সূত্র অনুযায়ী, ভারত, পাকিস্তান, নিউ জিল্যান্ড ও বাংলাদেশ এক গ্রুপে। অন্য একটি গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।
হাইব্রিড মডেল অনুযায়ী আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হবে বলে জানিয়ে দিয়েছে আইসিসি। এখনও পর্যন্ত সূচি নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ভারতের ম্যাচ দুবাই বা শ্রীলঙ্কায় হতে পারে বলে জানা গিয়েছে। ভেন্যু হওয়ার লড়াইয়ে দুবাইয়ের সঙ্গে রয়েছে কলম্বোও।
সূত্র অনুযায়ী, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হওয়ার কথা ৯ মার্চ। যদি ম্যাচ নির্দিষ্ট দিনে সমাপ্ত হতে না পারে, তাহলে রিজার্ভ ডে রয়েছে। দ্বিতীয় সেমিফাইনাল ও ফাইনালের মধ্যে চারদিনের ব্যবধান। ফলে ফাইনালে নামার আগে দুটো দলই পর্যাপ্ত বিশ্রাম পেয়ে যাবে।
এদিকে আগে আইসিসি জানিয়ে দিয়েছে ভারত ও পাকিস্তানের ম্যাচ ২০২৪ থেকে ২০২৭ পর্যন্ত হাইব্রিড মডেল অনুয়ায়ী হবে। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির সরকারি সূচি এখনও প্রকাশিত হয়নি।
