আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে না ভারত। ভারতের ম্যাচগুলো কোনও নিরপেক্ষ ভেন্যুতে রাখার আর্জি জানানো হবে। রোহিতদের ম্যাচ শ্রীলঙ্কা বা দুবাইয়ে রাখা হতে পারে। সর্বভারতীয় সংবাদ সংস্থার খবর অনুযায়ী এমনই জানা গিয়েছে। বোর্ডের এক কর্তা জানান, 'চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত। আইসিসিকে অনুরোধ করা হবে ভারতের ম্যাচগুলো দুবাই বা শ্রীলঙ্কায় করার জন্য।' ভারতীয় ক্রিকেট বোর্ডের গ্রিন সিগন্যাল পাওয়ার আগেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক সূচি ঘোষণা করে দেয় পাকিস্তান ক্রিকেটে বোর্ড। যদিও সেটা শুধুই প্রস্তাবিত। ১ মার্চ লাহোরে ভারত-পাকিস্তান ম্যাচ রাখা হয়েছে। টি-২০ বিশ্বকাপের পরপরই চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ বিন্যাস জানানো হয়। তবে ভারত নিজেদের মনোভাব স্পষ্ট করে দিল।
বোর্ড সচিব, জয় শাহ আগে জানিয়েছিলেন, তাঁদের পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নির্ভর করবে ভারত সরকারের ওপর। এদিন বোর্ডের এক কর্তা সরাসরি জানিয়ে দেন, পাকিস্তানে গিয়ে খেলবে বা ভারত। গত বছর এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার কথা ছিল। কিন্তু ভারত না যাওয়ায় হাইব্রিড মডেলে হয় টুর্নামেন্ট। ভারতের ম্যাচগুলো শ্রীলঙ্কার হয়। ফাইনালেও শ্রীলঙ্কায় হয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তেমনই হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০০৮ সালের পর থেকে পাকিস্তানে খেলতে যায়নি ভারতীয় দল। ২০১২ সালের পর কোনও দ্বিপাক্ষিক সিরিজও খেলা হয়নি। তবে বিশ্বকাপ খেলতে ভারতে আসে পাকিস্তান দল। তবে বোর্ড পাকিস্তানে গিয়ে খেলার পক্ষপাতী না হলেও, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারত সরকার। আইসিসির পরের বৈঠকে এই নিয়ে আলোচনা হবে। সদ্য গৌতম গম্ভীরকে কোচ ঘোষণা করেছে বিসিসিআই। তিনি কোনও কালেই পাকিস্তানে গিয়ে খেলার পক্ষপাতী নয়। তাই গম্ভীরের সিদ্ধান্তও একটা প্রভাব ফেলবে।
বোর্ড সচিব, জয় শাহ আগে জানিয়েছিলেন, তাঁদের পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নির্ভর করবে ভারত সরকারের ওপর। এদিন বোর্ডের এক কর্তা সরাসরি জানিয়ে দেন, পাকিস্তানে গিয়ে খেলবে বা ভারত। গত বছর এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার কথা ছিল। কিন্তু ভারত না যাওয়ায় হাইব্রিড মডেলে হয় টুর্নামেন্ট। ভারতের ম্যাচগুলো শ্রীলঙ্কার হয়। ফাইনালেও শ্রীলঙ্কায় হয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তেমনই হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০০৮ সালের পর থেকে পাকিস্তানে খেলতে যায়নি ভারতীয় দল। ২০১২ সালের পর কোনও দ্বিপাক্ষিক সিরিজও খেলা হয়নি। তবে বিশ্বকাপ খেলতে ভারতে আসে পাকিস্তান দল। তবে বোর্ড পাকিস্তানে গিয়ে খেলার পক্ষপাতী না হলেও, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারত সরকার। আইসিসির পরের বৈঠকে এই নিয়ে আলোচনা হবে। সদ্য গৌতম গম্ভীরকে কোচ ঘোষণা করেছে বিসিসিআই। তিনি কোনও কালেই পাকিস্তানে গিয়ে খেলার পক্ষপাতী নয়। তাই গম্ভীরের সিদ্ধান্তও একটা প্রভাব ফেলবে।
