আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপের গ্রুপ পর্বে জয়ের হ্যাটট্রিকের মুখে টিম ইন্ডিয়া। শুক্রবার ওমানের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৮ উইকেটের বিনিময়ে ১৮৮ রানে শেষ করে ভারত। তবে এদিন ব্যাটিং যতটা সহজ হবে ভাবা গিয়েছিল, ততটা হয়নি। নিয়মিত উইকেট হারায় ভারতীয় দল। এদিন দলে দুটো পরিবর্তন হয়। যশপ্রীত বুমরা এবং বরুণ চক্রবর্তীর বদলে দলে ফেরেন হর্ষিত রানা এবং অর্শদীপ সিং। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন সূর্যকুমার যাদব। প্রথম দুই ম্যাচে পরে ব্যাট করেছিল টিম ইন্ডিয়া। বিশেষ পরীক্ষার মুখে পড়তে হয়নি ভারতীয় ব্যাটারদের। সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে ব্যাটারদের গেম টাইম দেওয়া উদ্দেশ্য ছিল। তার প্রমাণ পাওয়া যায় ব্যাটিং অর্ডারে। একমাত্র সূর্যকুমার ছাড়া সবাই ব্যাট করার সুযোগ পেয়েছে। প্রথম দুই ম্যাচে যারা ব্যাট করার সুযোগ পায়নি, তাঁদের অর্ডারের ওপরের দিকে নামানো হয়। তিন নম্বরে নামেন সঞ্জু স্যামসন। ৩২ ডিগ্রি তাপমাত্রায় মধ্যে ব্যাট করা সহজ ছিল না। ৪১ বলে অর্ধশতরান সম্পূর্ণ করেন। শুরুতে টাইমিংয়ে কিছুটা সমস্যা হলেও, ম্যাচের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ছন্দ ফিরে পান সঞ্জু। ৪৫ বলে ৫৬ করে আউট হন। ইনিংসে ছিল তিনটে ছয় এবং চার।
প্রথম দুই ম্যাচের মতো শুরুতে ঝড় তোলেন অভিষেক শর্মা। আবার দলের ভীত গড়ে দেন। কিন্তু এদিনও অর্ধশতরান সম্পূর্ণ করতে পারেননি। ১৫ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন। ইনিংসে ছিল ২টি ছয়, ৫টি চার। এশিয়া কাপের তিনটে ম্যাচেই বিধ্বংসী মেজাজে পাওয়া গিয়েছে বাঁ হাতি তরুণ ওপেনারকে। কিন্তু এদিন ব্যর্থ তাঁর বন্ধু শুভমন গিল। দ্বিতীয় ওভারেই প্যাভিলিয়নে ফেরেন। তাঁর অফ স্ট্যাম্প ছিটকে দেন ফয়সল শাহ। মাত্র ৫ রানে আউট হন। চারে হার্দিক পাণ্ডিয়াকে নামানো হয়। কিন্তু এদিন ভাগ্য সঙ্গ দেয়নি ভারতীয় অলরাউন্ডারের। রান আউট হন। এরপর একে একে অক্ষর প্যাটেল, শিবম দুবে, তিলক বর্মা নামে। সুপার ফোরে চলে যাওয়ায় এই ম্যাচকে তেমন গুরুত্ব দেয়নি ভারতীয় দল। মূলত ব্যাটিং প্র্যাকটিস হিসেবেই নেওয়া হয়। যার ফলে একেবারে শেষ পর্যন্ত নামেননি সূর্যকুমার। তার আগে নামে বোলাররাও। লোয়ার অর্ডারে নেমে রান পান অক্ষর (২৬) এবং তিলক (২৯)। দু'জনেই দ্রুত রান তোলেন। মন্থর উইকেটে ১৮৮ রান যথেষ্ঠ ভাল। এদিন একমাত্র সূর্যকে ব্যাট হাতে নামতে দেখা যায়নি। ২৩ রানে জোড়া উইকেট নিয়ে নজর কাড়েন ফয়সল শাহ। শেষ বলে ছক্কা হাঁকিয়ে ভারতের ইনিংস শেষ করেন হর্ষিত রানা। ওমানের ব্যাটিং এমনিই দুর্বল। এমন মন্থর উইকেটে রান তাড়া করে জেতার কোনও সম্ভাবনাই নেই। সুতরাং, এশিয়া কাপে সূর্যদের জয়ের হ্যাটট্রিক সময়ের অপেক্ষা।
