আজকাল ওয়েবডেস্ক: সিরিজে এগিয়ে গেছে টিম ইন্ডিয়া। টি–টোয়েন্টি সিরিজে আপাতত এগিয়ে ২–১ ব্যবধানে। সিরিজের চতুর্থ ম্যাচ বুধবার লখনউয়ে। ভারতীয় দল সেখানে পৌঁছেও গেছে। বুধবার জিতলেই সিরিজ পকেটে।
টিম রয়েছে ফুরফুরে মেজাজে। লখনউয়ের একানা স্টেডিয়ামের পাশেই রয়েছে একটি মল। সেই মলেই সোমবার রাত সাড়ে দশটা নাগাদ রণবীর সিং অভিনীত ছবি ‘ধুরন্ধর’ দেখতে যায় টিম ইন্ডিয়া। গম্ভীর সহ সাপোর্ট স্টাফরাও ছিলেন সেই দলে।
ভিডিওয় দেখা গেছে ‘ধুরন্ধর’ দেখতে ঢুকছেন অধিনায়ক সূর্যকুমার যাদব, হেড কোচ গৌতম গম্ভীর, সহ–অধিনায়ক শুভমান গিল, অভিষেক শর্মা, তিলক বর্মা, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তীরা।
এদিকে, মঙ্গলবার বিকেল পাঁচটায় অনুশীলন করার কথা টিম ইন্ডিয়ার। তবে এই অনুশীলন ঐচ্ছিক। বিকেল পাঁচটায় সাংবাদিক সম্মেলনও করবে ভারতীয় দল। এদিকে, দক্ষিণ আফ্রিকার অনুশীলন করার কথা মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ। তবে সেটাও ঐচ্ছিক বলে জানা গেছে।
প্রসঙ্গত, সোমবার সন্ধেয় লখনউ আসে টিম ইন্ডিয়া। হোটেলে বিশ্রাম নিয়েও গম্ভীররা সোজা চলে আসেন ‘ধুরন্ধর’ দেখতে। এটা ঘটনা, ভারত ও দক্ষিণ আফ্রিকা রয়েছে একই হোটেলে। গোমতীনগরের হায়াত রিজেন্সি হোটেলে উঠেছে দুই দল।
এদিকে, ধরমশালায় তৃতীয় টি–টোয়েন্টি ম্যাচ সহজেই জিতেছে টিম ইন্ডিয়া। তবে অধিনায়ক সূর্যকুমার ও সহ–অধিনায়ক শুভমান গিলের ফর্ম চিন্তায় রেখেছে। দু’জনের ব্যাটেই সেভাবে রান নেই। অন্যদিকে, ধর্মশালায় জসপ্রীত বুমরা ও অক্ষর প্যাটেলকে পায়নি ভারত। বুমরার পরিবারের এক সদস্য গুরুতর অসুস্থ বলে জানা গেছে। তাই ধরমশালা ম্যাচের আগেই মুম্বই ফিরে যান বুমরা। বাকি দুই ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা প্রায় নেই। এদিকে, অসুস্থ থাকায় অক্ষর বাকি দুই ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদকে।
এদিকে, শোনা যাচ্ছে ২০২৬ আইপিএল শুরু হবে পারে ২৬ মার্চ থেকে। ৮ মার্চ শেষ হবে টি–টোয়েন্টি বিশ্বকাপ। এক ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইট জানিয়েছে, ২৬ মার্চ থেকে শুরু হতে পারে ২০২৬ সালের আইপিএল। ফাইনাল হবে ৩১ মে। এর অর্থ দু’মাসেরও বেশি সময় ধরে চলবে আইপিএল।তবে দিন এখনও চূড়ান্ত নয়। সম্ভাব্যই। কারণ বিসিসিআই সরকারিভাবে দিন ঘোষণা করবে। আইপিএলের উদ্বোধনী ম্যাচ কোথায় হবে তা অবশ্য জানা যায়নি। তবে প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, চ্যাম্পিয়ন দলের হোম গ্রাউন্ডেই হয় উদ্বোধনী ম্যাচ। সেই অনুযায়ী চিন্নাস্বামীতে উদ্বোধনী ম্যাচ হওয়ার কথা। কিন্তু পদপিষ্ট কাণ্ডের পর চিন্নাস্বামীতে ম্যাচ দেওয়া নিয়ে সংশয় থাকছে। প্লে–অফ ও ফাইনালের ভেন্যু এখনও ঠিক হয়নি।
