আজকাল ওয়েবডেস্ক: প্যারিস অলিম্পিকে অংশগ্রহণকারী ভারতীয় দলের আনুষ্ঠানিক পোশাক এবং খেলার সরঞ্জাম প্রকাশ্যে এনেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য ও পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী।
নয়া দিল্লিতে এক অনুষ্ঠানে এই পোশাক ও সরঞ্জাম প্রকাশ করেন ডক্টর মাণ্ডব্য বলেন, ১৪০ কোটি দেশবাসীর শুভেচ্ছা ও আশীর্বাদ রয়েছে ভারতীয় ক্রীড়াবিদদের সঙ্গে। খেলাধুলার ক্ষেত্রে ভারতের অগ্রগতির ধারা প্যারিস অলিম্পিকেও বজায় থাকবে বলে আশাপ্রকাশ করেন তিনি।
হরদীপ সিং পুরী বলেন, সাফল্যের শীর্ষে পৌঁছনোর মঞ্চ হলোঅলিম্পিক অলিম্পিক। রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস সংস্থাগুলি খেলোয়াড়দের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তিনি সন্তোষ প্রকাশ করেন। ২৬ জুলাই শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক। চলবে ১১ আগস্ট পর্যন্ত। ১২০ জন প্রতিযোগীর দল পাঠাচ্ছে ভারত।