আজকাল ওয়েবডেস্ক: সার্চ ইঞ্জিনে তাঁর পরিচয় ছিল ইন্টারনেট পার্সোনালিটি। কিন্তু রবিচন্দ্রন অশ্বিনের প্রশংসার পরে পরিচয় বদলে গিয়েছে ভারতের ফিল্ডিং কোচ টি দিলীপের।

বাংলাদেশকে প্রথম টেস্টে মাটি ধরানোর পরে সাংবাদিক বৈঠকে টি দিলীপের উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন অশ্বিন। ভারতের তারকা অফস্পিনারকে বলতে শোনা গিয়েছিল, ''আপনারা যদি ফিল্ডিংয়ের কথা বলেন, তাহলে কোথা থেকে শুরু করব? প্রথমে দিলীপ স্যরের কথাই বলা যাক। গুগলে আমাদের ফিল্ডিং কোচ নিয়ে সার্চ করেছিলাম। গুগলে দেখাচ্ছে দিলীপ স্যর ইন্টারেনট পার্সোনালিটি। এটা অন্যায়। স্যর মোটেও ইন্টারনেট পার্সোনালিটি নন। উনি আমাদের সেলিব্রিটি ফিল্ডিং কোচ, সুপারস্টার।'' 

অশ্বিনের এহেন মন্তব্যের পরেই গুগল সার্চ ইঞ্জিনে পরিচয় বদলে গিয়েছে টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচের। আর এই পরিচয় বদলের জন্য অশ্বিনকে ধন্যবাদ জানাচ্ছেন ভারতের ফিল্ডিং কোচ। তিনি বলছেন, ''বিষয়টি নিয়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ জানাই অ্যাশকে। একমাস আগে আমার এক বন্ধু গুগলে আমার নাম টাইপ করায় বেরোয় ইন্টারনেট পার্সোনালিটি। এই ইন্টারনেট পার্সোনালিটি ব্যাপারটা কী? আমি খুশি অশ্বিন এই দিকটায় আলো ফেলেছে। অ্যাশের বলার পরেই আমার পরিচয় সংশোধিত হয়েছে। এখন আমি ফিল্ডিং কোচ।''