আজকাল ওয়েবডেস্ক: মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ফর্মে ফিরলেন ভারতের দুই অধিনায়ক। রোহিত শর্মার পর রান পেলেন সূর্যকুমার যাদব। যদিও মঞ্চ আলাদা। রবিবার কটকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে শতরান করেন ভারত অধিনায়ক। এবার রঞ্জিতে ফর্ম ফিরে পেলেন টি-২০ দলের অধিনায়ক। ইডেনে জ্বলে উঠলেন স্কাই। সোমবার রঞ্জি কোয়ার্টার ফাইনালে হরিয়ানার বিরুদ্ধে ৭০ রান করলেন সূর্য। অজিঙ্ক রাহানের সঙ্গে ১২৯ রানের পার্টনারশিপ গড়েন। দিনের শেষে ৪ উইকেট হারিয়ে মুম্বইয়ের রান ২৭৮। যার ফলে ২৯২ রানে এগিয়ে মুম্বই। 

 

১৪২ বলে ৮৮ রানে অপরাজিত থাকেন রাহানে। কিন্তু দিনের সেরা ইনিংস সূর্যকুমারের। দীর্ঘদিন পরে চেনা স্কাইয়ের ঝলক দেখা য়ায়। প্রথম ইনিংসে ডাহা ব্যর্থ হন। কিন্তু দ্বিতীয় ইনিংসে ক্রিকেটের নন্দনকাননে বিধ্বংসী মেজাজে পাওয়া গেল সূর্যকে। ৮৬ বলে ৭০ রান করেন। তারমধ্যে আটটি চার, দুটো ছয়। সেই চোখ ধাঁধানো ড্রাইভ এবং একের পর এক রিভার্স শটে মুম্বইকে ভাল জায়গায় পৌঁছে দেন সূর্য। দিনের শুরুতে ছয় উইকেট নিয়ে হরিয়ানার লোয়ার অর্ডারের মেরুদণ্ড ভেঙে দেন শার্দূল ঠাকুর। এক ঘণ্টার মধ্যে ৩০১ রানে শেষ হয় হরিয়ানার ইনিংস। 

 

পাল্টা ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারায় মুম্বই। ফেরেন আকাশ আনন্দ এবং আয়ুশ মাত্রে। সিদ্ধার্থ লাড শুরুটা ভাল করলেও ৪৩ রানে ফেরেন। এরপর দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন সূর্যকুমার এবং রাহানে। রানের জন্য মরিয়া সূর্য আগ্রাসী মেজাজে শুরু করেন। ১৪ ইনিংসে রানের খরার পর অবশেষে অর্ধশতরান করলেন টিম ইন্ডিয়ার টি-২০ অধিনায়ক। এই ইনিংস নিঃসন্দেহে তাঁর আত্মবিশ্বাস বাড়াবে। ইংল্যান্ড সিরিজে ডাহা ব্যর্থ হন। পাঁচ ম্যাচে মাত্র ২৮ রান করেন। এরপর বিজয় হাজারেতেও রান পাননি। অবশেষে পুরোনো মাঠে রান পেয়ে কিছুটা স্বস্তিতে ফিরবেন স্কাই।