আজকাল ওয়েবডেস্ক: টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক শুভমন গিল। টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি সূর্যকুমার যাদবের ডেপুটি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড গিলকে তিনটি ফরম্যাটেই ক্যাপ্টেন করতে চায়। গিলের এই উত্থান কি সূর্যর চেয়ার টলিয়ে দেবে? টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতীয় দলের অধিনায়ক কিন্তু গিলকে নিয়ে ভীত নন একেবারেই।
সূর্য বলেন, ''এটা আরও ভাল করার জন্য অনুপ্রাণিত করে। মাঠের বাইরে এবং মাঠের ভিতরে আমাদের দু'জনের মধ্যে বন্ধুত্ব বেশ ভাল। আমাদের রসায়ন ভাল। আমি জানি গিল কেমন খেলোয়াড়, কেমন মানুষ। এটা আমাকে প্রেরণা জোগায়। আরও ভাল করতে সাহায্য করে। আমি অনেক আগেই ভয়ডর ছেড়ে দিয়েছি। আমি যা অনুসরণ করি, সেটা যদি মেনে চলি, কঠোর পরিশ্রম করি, তাহলে আমি সুযোগ পাব। তবে গিল সত্যিই ভাল করছে।''
বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরেই কনিষ্ঠ ফরম্যাট থেকে সরে যান রোহিত শর্মা। হার্দিক পাণ্ডিয়াকে টপকে তিনিই হন ভারতীয় দলের টি-টোয়েন্টি ফরম্যাটের ক্যাপ্টেন। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দলের রিমোট কন্ট্রোল সূর্যকুমার যাদবের হাতে।
মুম্বইয়ের ব্যাটার তাঁর নেতৃত্ব নিয়ে বলেন, ''আমি চাপের মধ্যে থাকলেও মাঠে স্বাচ্ছন্দ্য বোধ করি। ফিল্ডিংয়ের সময় আমি হাসি। বোলারদের দিকে তাকিয়ে থাকি। ওরা কী বলছে, তা নিয়ে। একজন বোলারের মনে অনেক কিছু ঘুরপাক খায়। দল হিসেবে সবার কথা শোনা খুবই গুরুত্বপূর্ণ।''
সূর্য ৩৪টি টি টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দিয়েছেন সূর্যকুমার যাদব। তার মধ্যে ২৭টিতে দল জিতেছে। দুটোতে কোনও রেজাল্টই হয়নি। জেতার হার ৮১.২৫।
