আজকাল ওয়েবডেস্ক: নতুন রেকর্ডের মুখে স্কাই। বিরাট কোহলিকে ছাপিয়ে যাওয়ার সুযোগ সূর্যকুমার যাদবের সামনে। ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ তে দ্রুততম ২০০০ রানের মাইলস্টোন ছোঁয়ার মুখে সূর্য। আজ গুয়াহাটিতে তৃতীয় টি-২০ ম্যাচে ৬০ রান করলেই কোহলিকে টপকে যাবেন। এখনও পর্যন্ত ৫৫টি ম্যাচ এবং ৫২ ইনিংসে করেছেন ১৯৪০ রান। যা কোহলির থেকে কম। সুতরাং, শুধু আজ নয়, পরের দু"ম্যাচের মধ্যে ৬০ রান করলেই নতুন রেকর্ডের মালিক হবেন স্কাই। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বিরাট সবথেকে দ্রুত টি-২০ ক্রিকেটে ২০০০ রানের মাইলস্টোন ছুঁয়েছেন। সেটা করতে ৬০ ম্যাচ নেন কোহলি। ৫৬টি ইনিংস লেগেছিল। সূর্য টি-২০ তে ৫৩তম ইনিংস খেলতে নামবেন। অর্থাৎ চলতি সিরিজের মধ্যেই এই নতুন নজির গড়ার সুযোগ রয়েছে তাঁর সামনে। ভারতীয়দের মধ্যে একনম্বরে হলেও বিশ্বক্রিকেটে তিন নম্বরে থাকবেন সূর্য। প্রথম দুইয়ে আছেন বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান। ৫২তম ইনিংসে ২০০০ রানের গণ্ডি পেরিয়েছেন। তৃতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। কিন্তু আজ সূর্যকুমার ৬০ রান করলেই সেই স্থান তিনি দখল করে নেবেন। ভারতের প্রাক্তন অধিনায়ক নেমে যাবেন চারে। পঞ্চম স্থানে কেএল রাহুল। দু"হাজারের ক্লাবে প্রবেশ করতে ৫৮ ইনিংস নিয়েছিলেন।