আজকাল ওয়েবডেস্ক: ভারতের টি-টোয়েন্টি দল ঘোষণার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। ১৫ সদস্যের দল থেকে আচমকাই বাদ দেওয়া হয়েছে শুভমান গিলকে।
কিন্তু কী কারণে গিলকে নেওয়া হল না? মিডিয়ার সামনে টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ও নির্বাচক মণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকর বলেন, ফর্মের জন্য শুভমান গিলকে বাদ দেওয়া হয়নি।
ওপেনিং স্লটে একজন উইকেটকিপার-ব্যাটারের দরকার ভারতীয় দলের। সেই কারণেই ঈশান কিষানকে দলে নেওয়া হয়।
সূর্যকুমার যাদব বলেন, ''ফর্মের জন্য নয়। কম্বিনেশনের জন্যই বাদ দেওয়া হয়েছে গিলকে। আমরা টপ অর্ডারে একজন কিপারকে চেয়েছিলাম। গিল কোয়ালিটি আনতে পারে, সেটা আমাদের সবারই জানা।''
গিলকে টি-টোয়েন্টি ফরম্যাটের সহ অধিনায়ক করা হয়েছিল। এশিয়া কাপের দলে সূর্যর ডেপুটি ছিলেন তিনি। গিলের হঠাৎ দল থেকে ছিটকে যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে।
টেস্ট ফরম্যাটে বিদেশের মাটিতে গিল সফল। কিন্তু টেস্টের ফর্ম তিনি টি-টোয়েন্টিতে দেখাতে পারেননি। প্রত্যাবর্তনের পরে ১৫টি ম্যাচে তিনি ২৯১ রান করেন। এই সময়ে একটি হাফ সেঞ্চুরিও করতে পারেনি শুভমন গিল।
ফলে দল থেকে বাদ পড়ার কারণ হিসেবে অনেকেই তুলে ধরেছিলেন ব্যর্থতার আখ্যান। কিন্তু সূর্যকুমার যাদব জানিয়ে দিলেন ব্যর্থতা নয়, আসলে গিলকে দলে না নেওয়ার কারণ হল দলের কম্বিনেশন। একজন উইকেট কিপার-ব্যাটসম্যানের দরকার ছিল দলে। সেই কারণে গিলকে সরিয়ে তাঁর জায়গায় উইকেট কিপার-ব্যাটারকে নেওয়া হয়।
