আজকাল ওয়েবডেস্ক: আইকনিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রাক্তন এবং বর্তমান কিংবদন্তিদের নামে স্ট্যান্ড হয়েছে। প্রখ্যাত ক্রিকেটারদের স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু সেই তালিকায় নেই রবি শাস্ত্রী। এবার ভারতের প্রাক্তন অলরাউন্ডার এবং বর্তমান ধারাভাষ্যকারের নামে কিছু নামাঙ্কিত করার অনুরোধ করেন মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক শিশির হাট্টানগাড়ি। রবিবার সেই মর্মে এমসিএ সভাপতি অজিঙ্ক নায়েককে চিঠি লেখেন তিনি। তাতে উল্লেখ করেন, রবি শাস্ত্রী বাদ পড়ায় খুবই অবাক তিনি। মুম্বইয়ের প্রাক্তন ওপেনার হাট্টানগাড়ি চিঠিতে লেখেন, 'শাস্ত্রীর সাফল্য সবারই জানা। শুধু প্রথম শ্রেণীর ম্যাচে ছটা ছয় হাঁকানোই নয়, প্লেয়ার হিসেবে কেরিয়ারও উল্লেখযোগ্য। এছাড়াও কোচ হিসেবে আধুনিক ক্রিকেটের উন্নতিতে সাহায্য করেছে।'

১৬ মে এমসিএ রোহিত শর্মা, অজিত ওয়াদেকর এবং শরদ পাওয়ারের নামে স্ট্যান্ড উদ্বোধন করে। ওয়াংখেড়েতে সুনীল গাভাসকর, শচীন তেন্ডুলকর এবং দীলিপ ভেঙ্গসরকরের নামেও স্ট্যান্ড রয়েছে। চিঠিতে হাট্টানগাড়ি আরও লেখেন, 'শুধু প্রাক্তন প্লেয়ার হিসেবে চিঠি লিখছি না। এমন একজন লিখছে যে এক দশকেরও বেশি মুম্বই ক্রিকেটের সেবা করেছে। আমারা যারা এই শহর থেকে উঠে এসেছি, তাঁরা মুম্বইয়ের ক্রিকেট সংস্কৃতির সম্মান করে। স্টেডিয়ামের দেওয়ালের প্রত্যেক নাম আমাদের ক্রিকেট সংস্কৃতিকে তুলে ধরে। সেখানে রবি শাস্ত্রীর নাম বাদ যাওয়ায় আমি অবাক হয়েছি। ওর বাদ পড়ায় মুম্বই ক্রিকেটের একটি বড় অধ্যায় উপেক্ষিত হচ্ছে।' প্রসঙ্গত, আগের জানুয়ারিতে সিকে নাইডু জীবনকৃতি সম্মানে ভূষিত হন শাস্ত্রী। এবার ওয়াংখেড়েতে তাঁর নামে স্বীকৃতির দাবি তুললেন মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক।